ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী সান্তাহার যাচ্ছেন আজ

প্রকাশিত: ০৫:৩৮, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

প্রধানমন্ত্রী সান্তাহার যাচ্ছেন আজ

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৫ ফেব্রুয়ারি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বগুড়ার সান্তাহারে আসছেন। তিনি বেলা এগারোটায় হেলিকপ্টারে এসে পরিদর্শন ও উদ্বোধন করবেন ২৫ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার দেশের প্রথম মাল্টিস্টোরিড ওয়ারহাউজ। তিনতলা বিশিষ্ট এই স্থাপনা প্রয়োজনে বর্ধিত করা যাবে। এটির বিশেষত্ব হলো, এখানে সংরক্ষণ করা চালের মান দীর্ঘদিন ধরে থাকবে একই রকম। মেটাবে আপৎকালীন চাহিদা। বিদ্যুতের আপৎকালীন এটি চলবে সৌরবিদ্যুত দিয়ে। এজন্য পুরো স্থাপনার ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল। এটির বিদ্যুত উৎপাদন ক্ষমতা প্রায় সাড়ে তিন শ’ কিলোওয়াট। ওয়ারহাউজের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত বিদ্যুত জাতীয় গ্রিডে দেয়া যাবে। এটি নিয়ে সান্তাহার খাদ্যশস্য সাইলোর ধারণ ক্ষমতা দাঁড়াল ৫০ হাজার মেট্রিক টনে। পূর্বের সাইলোর ধারণ ক্ষমতাও ২৫ হাজার মেট্রিক টন। এটিতে সংরক্ষণ করা হয় উন্নতমানের গম। এছাড়াও সান্তাহার স্টেডিয়ামের জনসভাস্থল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বগুড়ার বিভিন্ন উপজেলায় নির্মিত ৮ উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং বগুড়া প্রেসক্লাবসহ বিভিন্ন উপজেলায় ৮ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জনসভার মঞ্চ নৌকার আদল দিয়ে লাল-সবুজ রঙে তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্তাহার আগমন উপলক্ষে আওয়ামী লীগের নেতা, কর্মী-সমর্থক ছাড়াও সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। সান্তাহার খাদ্যশস্য সাইলো থেকে জনসভাস্থল সান্তাহার স্টেডিয়াম পর্যন্ত পৌনে ৩ কিলোমিটার সাইলো রাস্তার দু’পাশ দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রথম আগমনে তার নিকট এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে বেশ কিছু দাবি রয়েছে । এর মধ্যে জনগুরুত্বপূর্ণ হচ্ছে সান্তাহারকে প্রশাসনিক থানা, ব্রিটিশ আমলে নির্মিত সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন আধুনিকায়ন, ৩ জেলার সহজ রেল যোগাযোগের জন্য সান্তাহার থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চালু, পশ্চিম বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট জেলায় উৎপাদিত বিপুল কৃষিপণ্য এবং মাঝারি ও ভারি শিল্পপণ্য প্রক্রিয়ার মাধ্যমে সহজে বিদেশে রফতানি করার জন্য ইপিজেড স্থাপন, একযুগ ধরে ঝুলে থাকা সান্তাহার-নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের অসমাপ্ত কাজ সমাপ্ত করা, সান্তাহারে নির্মিত বর্তমানে পরিত্যক্ত প্রায় ২০ শয্যার হাসপাতাল চালু, তেলচালিত সান্তাহার ৫০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্রকে গ্যাসচালিত করে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা। এছাড়াও সান্তাহার শহরসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণের দাবি।
×