ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের সঙ্গে ভারতের কার্গো ট্রেন চালু হচ্ছে

প্রকাশিত: ০৪:২০, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশের সঙ্গে ভারতের কার্গো ট্রেন চালু হচ্ছে

বাংলাদেশের সঙ্গে কার্গো ট্রেন চালু করার কথা ভাবছে ভারত। আগামী এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় এর পরিকল্পনা নিয়ে কথা হতে পারে। একই সঙ্গে প্রতিবেশী নেপালের সঙ্গেও স্থল যোগাযোগ বাড়াতে যাচ্ছে দেশটি। শুক্রবার ইকনোমিক টাইমসের খবরে বলা হচ্ছে, চার দেশীয় আন্তঃসড়ক যোগাযোগ (বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল) ও বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও জোরদারের অংশ হিসেবে এ উদ্যোগ নিচ্ছে ভারত। তবে বাংলাদেশের সঙ্গে কার্গো ট্রেন চালুর আগে নেপালের সঙ্গে দিল্লী-কলকাতার কানেক্টিভিটি বাড়ানোর কাজ হবে বলে জানিয়েছেন দেশটির রেলমন্ত্রী সুরেশ প্রভু। প্রকল্পটির কাজ শিগগির শুরু হবে বলেও জানান তিনি। বর্তমানে নেপালের সঙ্গে বাস যোগাযোগ চালু আছে। যেটা ২০১৪ সালে চালু হয়। ভুটানের পর বাংলাদেশই ভারতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী। -অর্থনৈতিক রিপোর্টার টেলিনর কিনে নিচ্ছে এয়ারটেল নরওয়ের টেলিনর গ্রুপ ভারতের প্রযুক্তি বাজার থেকে ব্যবসা গুটানোর সিদ্ধান্ত নিয়েছে। বহুজাতিক প্রতিষ্ঠানটি তাদের ভারতের ব্যবসা ভারতী এয়ারটেলের কাছে বিক্রি করছে। খবর টাইমস অব ইন্ডিয়া। ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির রিলায়েন্স জিও বাজারে আসার পর প্রতিযোগিতামূলক বাজারে না টিকতে পেরে টেলিনর এ ধরনের বার্তা দিয়েছে বলে মনে করা হচ্ছে। আসাম, উত্তর প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, বিহার ও অন্ধ্রপ্রদেশে প্রতিষ্ঠানটির ৪ কোটি ৪০ লাখ গ্রাহক রয়েছে। খবরে বলা হচ্ছে, ভারতের সবচেয়ে বৃহৎ মোবাইল ফোন অপারেটর হতে যখন ভোডাফোন ও আইডিয়া সেলুলার এক হওয়ার পথে, ঠিক তখনই টেলিনর ও এয়ারটেলের মধ্যে এ ধরনের চুক্তি হচ্ছে। এয়ারটেল জানিয়েছে, তারা টেলিনরকে অধিগ্রহণের চুক্তিতে প্রবেশ করেছে। এখন তারা ভারতের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের দিকে এগুচ্ছে। ২০০৮ সালে ভারতের বাজারে প্রবেশ করে টেলিনর। -অর্থনৈতিক রিপোর্টার
×