ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিএসইর চেয়ারম্যান হলেন ড. মোমেন

প্রকাশিত: ০৪:১৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

সিএসইর চেয়ারম্যান হলেন ড. মোমেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সাবেক আমলা ও কূটনীতিক ড. একে আবুল মোমেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই। সিএসইর এমডি এম সাইফুর রহমান মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার পরিচালনা পর্ষদের সভায় তাকে সিএসইর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। ড. একে আবুল মোমেন শনিবার থেকেই তার দায়িত্ব গ্রহণ করেছেন। ড. মোমেন ১৯৪৭ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিদেশী বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনা করেন। তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে ড. মোমেন জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউনেস্কোর পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া জাতিসংঘের ৬৭তম সাধারণ অধিবেশনে তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি জাতীয় চা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। জিআরফাইভ ২০১৭ প্রিমিয়াম সংস্করণ আনল হুয়াওয়ে বাংলাদেশের বাজারে জিআরফাইভ ২০১৭ প্রিমিয়াম সংস্করণ অবমুক্ত করল বিশে^র শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে। জিআরফাইভ ও জিআরফাইভ ২০১৭-এর ব্যাপক সাফল্যের পর জি সিরিজের নতুন প্রিমিয়াম সংস্করণ নিয়ে এলো প্রতিষ্ঠানটি। হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেসে ডিরেক্টর ইংমার ওয়্যাং বলেন, বাংলাদেশে গ্রাহকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে হুয়াওয়ে জিআরফাইভ সিরিজটি। -বিজ্ঞপ্তি
×