ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বস্ত্র খাতের যন্ত্রপাতি প্রদর্শনীকে সুযোগ হিসেবে দেখছেন উদ্যোক্তারা

প্রকাশিত: ০৪:১৮, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

বস্ত্র খাতের যন্ত্রপাতি প্রদর্শনীকে সুযোগ হিসেবে দেখছেন উদ্যোক্তারা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের বিকাশে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে বস্ত্রখাতে ব্যবহৃত যন্ত্রাংশের সবচেয়ে বড় প্রদর্শনী ডিটিজি-২০১৭। মেলায় নিজেদের পণ্য প্রদর্শনীর পাশাপাশি বিদেশী ক্রেতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলাকে সুযোগ হিসেবে দেখছেন এ দেশীয় উদ্যোক্তারা। অপরদিকে একই ছাদের নিচে পছন্দের সব পণ্য পাওয়ায় দারুণ খুশি দর্শনার্থীরা। তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, আর সেই কাপড় কেটেই তৈরি হচ্ছে পোশাক। সহজেই কাক্সিক্ষত পোশাকটি পেতে হলে প্রতিটি ধাপেই ব্যবহার করতে হবে আধুনিক প্রযুক্তির বিভিন্ন যন্ত্রপাতি। তৈরি পোশাক খাতে ব্যবহৃত এ সব যন্ত্রপাতির প্রদর্শনী চলছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেখানে একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে, স্পিনিং উইভিং, নিটিং, ডাইং-প্রিন্টিং, ফিনিশিং টেস্টিং, ওয়াশিং, এমব্রয়ডারি, সেলাই মেশিনসহ আধুনিক সব যন্ত্রপাতি। ব্যবসায়ীরা বলছেন, দেশে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার হওয়ায় এখন বিদেশীদের বড় বাজার বাংলাদেশ। একইসঙ্গে মেলায় নিজেদের পণ্য তুলে ধরতে পেরে এবং আশানুরূপ সাড়া পেয়ে দারুণ খুশি তারা। পছন্দের সবধরনের এবং নতুন পণ্যের সঙ্গে পরিচিত হতে পেরে মেলায় আসাকে সার্থক মনে করছেন দর্শনার্থীরা। এবার মেলায় চীন, জাপান, তাইওয়ান, বাংলাদেশসহ ৩৩টি দেশের ১ হাজার ২শ’টি মেশিনারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। সবার জন্য উন্মুক্ত এই মেলার পর্দা নামবে রবিবার রাতে।
×