ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্যাস-বিদ্যুত সঙ্কটে পিছিয়ে পড়ছে চট্টগ্রাম

প্রকাশিত: ০৪:১৭, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

গ্যাস-বিদ্যুত সঙ্কটে পিছিয়ে পড়ছে চট্টগ্রাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ গ্যাস-বিদ্যুত সংকটে পিছিয়ে পড়েছে চট্টগ্রামের বাণিজ্য। প্রায় ৫০ বছর ধরে ইপিজেডের সংখ্যা বাড়লেও গ্যাস-সঙ্কটে অধিকাংশ কারখানা উৎপাদনে যেতে পারছে না। একই সঙ্গে এ সঙ্কটে বন্ধ হচ্ছে পুরাতন কারখানা। ফলে গড়ে তোলা সম্ভব হচ্ছে না শিল্প এলাকা। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ইকনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম এসব কথা বলেন। মাহবুবুল আলম বলেন, চট্টগ্রামে গত ৪৫ বছরে শুধু ইপিজেড ছাড়া আর কোন ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে তোলা হয়নি। তাছাড়া বর্তমানে চট্টগ্রামে যেখানে গ্যাসের চাহিদা ৫০০ মিলিয়ন ঘনফুট সেখানে মাত্র ২৪০ মিলিয়ন ঘনফুট পাওয়া যাচ্ছে। গ্যাসের এ সঙ্কটের কারণে চট্টগ্রামের নতুন কারখানা উৎপাদনে যেতে পারছে না। দিন দিন বন্ধ হচ্ছে পুরাতন কারখানা। তিনি বলেন, ২০০৯ সালের পর চট্টগ্রামের নতুন কোন কারখানায় কোন গ্যাস সংযোগ দেয়া হয়নি। আমরা সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কয়েক ধাপে বৈঠক করলেও এর সমাধানে আসা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, বর্তমানে কোন আঞ্চলিক ব্যবসা এলাকায় ধরে রাখা যায়নি। কারণ দেশের সব ব্যবসা এখন ঢাকামুখী। ঢাকায় সব সুযোগ-সুবিধা পাওয়ার কারণে বিদেশী কিংবা দেশী বিনিয়োগকারীরা অন্য এলাকায় যেতে চাচ্ছে না। এতে করে চট্টগ্রাম বেশ পিছিয়ে পড়ছে। বিদ্যুত সঙ্কট এখন অনেক কমে গেছে। তবে আমরা কোয়ালিটি সম্পন্ন বিদ্যুত এখনও পাইনি। এসময় চেম্বার সভাপতি দুটি দাবি উপস্থাপন করে বলেন, অর্থনৈতিক এলাকাসহ অন্যান্য এলাকায় কন্টেনার রেললাইন চালু করতে হবে। এছাড়া দেশব্যাপী জলপথে সংযোগ তৈরি করতে হবে। বন্দরের সক্ষমতা বাড়াতে এর দখল করা জমি উদ্ধার করে কন্টেনার টার্মিনাল তৈরি করতে হবে। বেটার্মিনাল নির্মাণ দ্রুত শেষ করতে হবে। কারণ এ টার্মিনালকে গভীর সমুদ্র বন্দর হিসেবে গড়ে তোলা হচ্ছে। দেশের অন্য বন্দরকে আরও উন্নত করতে হবে। পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের রাস্তা মিনিমাম দুই লেন করতে হবে। এতে করে এ অঞ্চলের পর্যটন খাতের বিকাশ হবে। মতবিনিময় সভায় চট্টগ্রাম জুনিয়র চেম্বারের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ্, ইআরএফের সভাপতি সাইফ ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বক্তব্য দেন। অনুষ্ঠানে চেম্বার পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ইআরএফের সদস্যরা উপস্থিত ছিলেন।
×