ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফু-ওয়াং সিরামিকের মূলধন বাড়ল

প্রকাশিত: ০৪:১৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

ফু-ওয়াং সিরামিকের মূলধন বাড়ল

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের অনুমোদিত ও পরিশোধিত মূলধন বাড়ানোর অনুমোদন দিয়েছেন কোম্পানির শেয়ারহোল্ডারা। বৃহস্পতিবার অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) কোম্পানির অনুমোদিত মূলধন ৩০০ কোটি থেকে ৫০০ কোটি এবং পরিশোধিত মূলধন ২১৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯০ টাকা বৃদ্ধির অনুমোদন দেয়া হয়। উল্লেখ্য, এসএস স্টিল (প্রা) লিমিটেডের ১০০ শতাংশ অর্থাৎ শতভাগ শেয়ার প্রতিটি ১০ টাকা মূল্যে ১:১ অনুপাতে এক্যুইজেশন করা হয়েছে। অনুষ্ঠিত ইজিএমে কোম্পানির চেয়ারম্যান জাবেদ অপগেনহাফেন, ব্যবস্থাপনা পরিচালক লি পাক ট্যাং, স্বাধীন পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং সাদাত রহমান, কোম্পানি সচিব আহমেদ মোনাব্বিসহ অন্য উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -অর্থনৈতিক রিপোর্টার নতুন অফিস করবে ইফাদ অটোস প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোসের পরিচালনা পর্ষদ নতুন অফিস ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি নয়তলাবিশিষ্ট ভবন নির্মাণ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি তেজগাঁও শিল্প এলাকায় অফিস ভবন নির্মাণ করবে। ভবনটি ৩৭ হাজার ৯৩৫ বর্গফুটবিশিষ্ট হবে। এ অফিস ভবনের প্রকল্প সময়সীমা ধরা হয়েছে ২৫ মাস। বৃহস্পতিবার থেকে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি টাকা। এর মধ্যে ৩০ কোটি টাকা ব্যাংক থেকে নেয়া হবে আর বাকি টাকা কোম্পানির নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×