ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পুুঁজিবাজারে বিও হিসাব বেড়েছে

প্রকাশিত: ০৪:১৫, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

পুুঁজিবাজারে বিও হিসাব বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে সূচক ও লেনদেন বাড়ছেই। গত ৬ মাসে সূচকের যে ঊর্ধ্বগতি দেখা গেছে, ২০১০ এর মহাধসের পর ছয় বছরে এমন দেখা যায়নি। এর সঙ্গে সঙ্গতি রেখেই বেড়ে চলেছে তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির শেয়ারদর। বাজার বিমুখ বিনিয়োগকারীরা আবার ফিরতে শুরু করেছে বাজারে। এরই প্রতিফলন ঘটেছে নতুন বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে। যার কারণে নতুন করে বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব খোলার ধুম পড়েছে। দীর্ঘমেয়াদি মন্দাবস্থায় অনেক বিনিয়োগকারী বাজারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। তাদের অনেকেই আবার শুধু প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য বিও হিসাবগুলো খুলেছিলেন। অবশ্য গত এক বছরে নতুন বিনিয়োগকারী যুক্ত হওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন বাজার বিশ্লেষকরা। সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) জানায়, গত বছরের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ গত ১৪ মাসেরও কম সময়ের ব্যবধানে দেশের পুঁজিবাজারে নতুন বিনিয়োগকারী বেড়েছে ২ লাখ ৪ হাজার ২৪৭ জন। ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পুঁজিবাজারে বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লাখ ৫৪ হাজার ৭৫১। এর মধ্যে পুরুষ বিনিয়োগকারী ২১ লাখ ৪৭ হাজার ২৩, নারী বিনিয়োগকারী ৭ লাখ ৯৬ হাজার ৫১১ ও কোম্পানির বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ২১৭টি। আর ২০১৬ সালের ৩১ ডিসেম্বর মোট বিও হিসাবের সংখ্যা ছিল ২৯ লাখ ৪১ হাজার ৮৬৮। সে হিসাবে দেড় মাসের ব্যবধানে পুঁজিবাজারে নতুন বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে ১২ হাজার ৮৮৩ জন। প্রাপ্ত তথ্যমতে, বর্তমানে চালু থাকা বিও হিসাবগুলোর মধ্যে একক বিও’য়ের সংখ্যা ১৮ লাখ ৪৫ হাজার ৬৩৯ ও যৌথ হিসাব ১০ লাখ ৯৭ হাজার ৮৯৫টি। এছাড়া মোট বিওর মধ্যে স্থানীয় বিনিয়োগকারীদের নামে রয়েছে ২৭ লাখ ৯৩ হাজার ৭৯টি ও অনিবাসী বাংলাদেশীদের নামে রয়েছে ১ লাখ ৫০ হাজার ৪৫৫টি। এ বিষয়ে জানতে চাইলে ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি আহমেদ রশীদ লালী বলেন, বর্তমান বাজার সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে। এ স্থিতিশীলতা বজায় রেখে বাজার সামনের দিকে এগিয়ে যাবে। এছাড়া সরকার পুঁজিবাজারের বিনিয়োগকারীদের শিক্ষিত করতে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছে। তাতে বর্তমান বাজার সম্পর্কে তাদের ভালভাবে দীক্ষা দেয়া হয়েছে। এতে তারা বিও হিসাব ফি এবং বিভিন্ন চার্জ কমিয়ে নতুন নীতিমালা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা। তাই বিও হিসাব খোলার হার বেড়েছে। পুঁজিবাজারের প্রতি আস্থা ফিরে পাচ্ছে। তাছাড়া বিনিয়োগকারীদের জন্য বাজার এখন অনেক সুরক্ষিত।
×