ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গত সপ্তাহে সাত কোম্পানির লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:১৫, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

গত সপ্তাহে সাত কোম্পানির লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানি গত সপ্তাহে ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- আইপিডিসি ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স, সোস্যাল ইসলামী ব্যাংক, প্রাইম ফাইন্যান্স, প্রাইম ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক ও আরএন স্পিনিং মিলস লিমিটেড। আইপিডিসি ফাইন্যান্স ॥ সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২.০০ টাকা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৮.৩২ টাকা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ মে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ মার্চ। আইডিএলসি ফাইন্যান্স ॥ কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য সমাপ্ত অর্থবছরে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছ। আগামী ৩০ মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ মার্চ। ৩১ ডিসেম্বর ২০১৬ শেষে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ৩.৪৮ টাকা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১.৫৩ টাকা। একই সময়ে কোম্পানির একক লোকসান দাঁড়িয়েছে ৩.৪৯ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ১.৪৭ টাকা। ৩১ ডিসেম্বর, ২০১৬ শেষে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৯.২৯ টাকা। আগের বছরের একই সময়ে ছিল ১২.৪৭ টাকা। একই সময়ে কোম্পানির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১০.২১ টাকা। আগের বছর একই সময়ে ছিল ১৩.৬৯ টাকা প্রাইম ফাইন্যান্স ॥ সমাপ্ত বছরের বিনিয়োগকারীদের জন্য ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা। এ সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬.৩৯ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ মার্চ। প্রাইম ইন্স্যুরেন্স ॥ প্রতিষ্ঠান সমাপ্ত বছরের বিনিয়োগকারীদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা। এ সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬.৩৯ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ মার্চ। সোস্যাল ইসলামী ব্যাংক ॥ কোম্পানি বিনিয়োগকারীদের জন্য সমাপ্ত অর্থবছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে। আলোচিত সময়ে ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.১০ টাকা। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ মার্চ। সুপারিশ করা লভ্যাংশ অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ। ডাচ-বাংলা ব্যাংক ॥ ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে কোম্পানি। ব্যাংক নিরীক্ষা প্রতিবেদন এবং লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩০ মার্চ ঢাকা ক্যান্টনমেন্টে এজিএম করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মার্চ। ২০১৬ বছরে ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৮১ পয়সা, যা এর আগের বছর ছিল ১৫ টাকা ১০ পয়সা। এই সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৮৮ টাকা ৩০ পয়সা এবং শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) ২৪ টাকা ৫৭ পয়সা। আরএন স্পিনিং মিলস ॥ বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০১৬ সমাপ্ত অর্থবছরে ১৮ মাসের জন্য (১ জানুয়ারি ২০১৫ থেকে ৩০ জুন ২০১৬) ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এদিকে গত তিন বছরের অর্থাৎ (২০১২, ২০১৩ এবং ২০১৪) জন্য কোন লভ্যাংশ দেয়নি। এই লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের পাশাপাশি ৪ বছরের অর্থাৎ ৯ম, ১০ম, ১১তম ও ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ, শালবন মাল্টিপারপাস হল, কোটবাড়ি, কুমিল্লায় অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে ১৫ মিনিট ব্যবধানে ৪টি এজিএম শুরু হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মার্চ।
×