ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৪:১৫, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

সূচক বাড়লেও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কিছুটা কমেছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে। এর মধ্যে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে শূন্য দশমিক ৬২ শতাংশ বা ৩৪ দশমিক ৬৬ পয়েন্ট। অন্যদিকে সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৭৫ দশমিক ১২ পয়েন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৩ দশমিক ৩১ শতাংশ। আলোচ্য সপ্তাহে ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৫ হাজার ১৭৩ কোটি ১৪ লাখ টাকার। আর আগের সপ্তাহে শেয়ার লেনদেন হয়েছিল ৫ হাজার ৩৫০ কোটি ৪০ লাখ টাকার। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯৩ দশমিক ৮০ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২ দশমিক ৬৫ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২ দশমিক ২৬ শতাংশ। ‘ জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ২৮ শতাংশ। এদিকে, ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে শূন্য দশমিক ৬২ শতাংশ বা ৩৪ দশমিক ৬৬ পয়েন্ট। শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে শূন্য দশমিক ২৫ শতাংশ বা ৩ দশমিক ৩৩ পয়েন্টে। সপ্তাহের ব্যবধানে ডিএস৩০ সূচক বেড়েছে শূন্য দশমিক ৪২ শতাংশ বা ৮ দশমিক ৫২ পয়েন্ট। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৭টি কোম্পানির। আর দর কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। লেনদেন হয়নি ১টি কোম্পানির। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বারাকা পাওয়ার, লঙ্কা বাংলা ফাইনান্স, বেক্সিমকো, আইডিএলসি, এ্যাপোলো ইস্পাত, ইফাদ অটোস, এএফসি এ্যাগ্রো, সিএমসি কামাল, তিতাস গ্যাস ও সেন্ট্রাল ফার্মা। শুধুমাত্র বি থেকে জেড ক্যাটাগরির দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : সালভো কেমিক্যাল, ইমাম বাটন, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, প্রগেসিভ লাইফ, সাভার রিফ্র্যাক্টরিজ, শ্যামপুর সুগার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, মেঘনা কনডেন্স মিল্ক ও গোল্ডেন সন। দরপতনের শীর্ষের কোম্পানিগুলো হলো : আরএন স্পিনিং, আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, ডাচ বাংলা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, আনলিমা ইয়ার্ন, ঝিল বাংলা সুগার, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জাহিন টেক্সটাইল, দুলা মিয়া কটন ও রহিমা ফুড। এদিকে, দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স বেড়েছে ৭৫ দশমিক ১২ পয়েন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২১টি কোম্পানির। আর দর কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ২৯৩ কোটি ১৩ লাখ ৪৩ হাজার ৫০০ টাকার শেয়ার।
×