ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদক পাচারের দায়ে পেলের ছেলে কারাগারে

প্রকাশিত: ০৪:১১, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

মাদক পাচারের দায়ে পেলের ছেলে কারাগারে

ব্রাজিলের কিংবদন্তি ফুটবল খেলোয়াড় পেলের ছেলে এদিনহো অর্থ ও মাদক পাচারের দায়ে পাওয়া দ- পুরো করতে পুলিশের কাছে নিজেকে সঁপে দিয়েছেন। সাবেক পেশাদার গোলরক্ষক এদিনহো ২০০৫ সালে প্রথম গ্রেফতার হলেও আপীল করে ছাড়া পেয়েছিলেন। কিন্তু ২০১৪ সালে তার ৩৩ বছর কারাদ- হয়। খবর বিবিসির। পরবর্তীতে আদালত তার সাজা কমিয়ে ১২ বছর ১০ মাস নির্ধারণ করে। কিন্তু আপীলের সময়ও তাকে কারাগারে থাকতে হবে বলে শর্ত জুড়ে দেয়। এদিনহো অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছেন। ব্রাজিলের সান্তোস শহরের একটি থানায় তিনি আত্মসমর্পণ করেন। এ সময় তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর ‘এক টুকরা’ প্রমাণও নেই। তিনি বলেন, আইনী পদ্ধতি আমাকে বিধ্বস্ত করে দিয়েছে, আমি হতাশ হয়ে পড়েছি। আমি কখনই অর্থ পাচারের সঙ্গে জড়িত ছিলাম না। একই মামলায় আরও চার ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে দ- দেয়া হয়েছে। এদের মধ্যে বৃহত্তর সান্তোস এলাকার অধিকাংশ মাদক ব্যবসার নিয়ন্ত্রণকারী হিসেবে অভিযুক্ত নালদিনহো নামে পরিচিত রোনাল্ডো দুয়ার্তে বারসোত্তিও রয়েছেন। সহযোগিতা না করলে উত্তর কোরীয় কূটনীতিককে গ্রেফতার করা হবে ন্যাম হত্যা কিম জং ন্যামের হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা উত্তর কোরীয় কূটনীতিক স্বেচ্ছায় পুলিশের সঙ্গে সহযোগিতা না করলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে মালয়েশীয় কর্তৃপক্ষ জানিয়েছে। শনিবার সেলানগর রাজ্য পুলিশের প্রধান আব্দুল সামাহ ম্যাট জানিয়েছেন, এগিয়ে আসার জন্য ওই কূটনীতিককে ‘যৌক্তিক’ সময় দেয়া হবে এবং ওই সময় শেষে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ। খবর রয়টার্সের। বুধবার মালয়েশিয়া জানায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই ন্যামের হত্যাকা-ের ঘটনায় উত্তর কোরিয়ার কুয়ালালামপুর দূতাবাসের দ্বিতীয় সচিব ৪৪ বছর বয়সী হায়ন কওয়াং সোংকে তারা জিজ্ঞাসাবাদ করতে চায়। সামাহ জানিয়েছেন, ওই ব্যক্তি যদি পুলিশকে সহযোগিতা না করেন তাহলে মালয়েশিয়ার আইনানুযায়ী নোটিস ইস্যু করবে পুলিশ এবং তাকে তদন্তকারী দলের সামনে উপস্থিত হতে বাধ্য করবে। এক সংবাদ সম্মেলনে সামাহ বলেন, ‘ওই নোটিস পেয়েও যদি তিনি উপস্থিত না হন, তখন আমরা আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’ এক্সপ্লোরেশন মিশন ১ মার্কিন গবেষণা নাসার পরবর্তী মিশনটি হচ্ছে সৌরজগতে পৃথিবীর নিকটতম প্রতিবেশী চাঁদকে ঘিরে। এবার চাঁদের চারপাশ প্রদক্ষিণ করবে নভো ক্যাপসুল অরিয়ন। মিশনের নাম এক্সপ্লোরেশন মিশন ১ (ইএম-১)। এতে নভোচারীরা থাকবেন বলে নাসার পরিকল্পনায় রয়েছে। ২০১৮ সালের মধ্যে মিশনটি শেষ হওয়ার পর এটি পাঠানো হবে মঙ্গলে। ২০৩০ সালের মধ্যে মঙ্গলে মনুষ্যবাহী মিশন পাঠানো যাবে বলে আশা করছে নাসা। -এএফপি কার্নিভাল অব জ্যাকমেল জীবজন্তুর মুখোশ পরে কার্নিভাল অব জ্যাকমেলে মেতেছে হাইতির লোকজন। রাজধানী পোর্ট অ প্রিন্স থেকে ৯৫ কিলোমিটার দূরবর্তী জ্যাকমেল শহরে অনুষ্ঠিত হচ্ছে ২৫তম উৎসব। হাজার হাজার উৎসাহী মানুষ প্যারেডে কাগজের তৈরি মুখোশ পরে অংশ নিয়েছেন। উৎসবটি হাইতির অন্যতম পর্যটন আকর্ষণ। প্রেসিডেন্ট জোভেনেল ময়েসে তিন দিনের এই উৎসব উদ্বোধন করেন।-এএফপি
×