ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিসরের সিনাই থেকে পালিয়ে যাচ্ছে খ্রিস্টানরা

প্রকাশিত: ০৪:১০, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

মিসরের সিনাই থেকে পালিয়ে যাচ্ছে খ্রিস্টানরা

মিসরের সিনাই উপত্যকার উত্তরাঞ্চলীয় প্রদেশ থেকে কপটিক খ্রিস্টানরা পালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সন্দেহভাজন ইসলামপন্থী জঙ্গীদের কয়েকটি হত্যাকা-ের পর প্রাণভয়ে পরিবারের সদস্যদের নিয়ে তারা পালিয়ে যাচ্ছে। খবর এএফপির। এদের মধ্যে অনেক কপটিক খ্রিস্টান এখন ইসমাইলিয়া নগরীর সুয়েজ খালের তীরে অবস্থিত এভাঙ্গেলিকাল চার্চে আশ্রয় নিয়েছে। কপটিক চার্চ হামলার নিন্দা জানিয়ে বলেছে, মিসরীয়দের মধ্যে বিভেদ তৈরির জন্যই এ হামলা চালানো হয়েছে। রবিবার ইসলামিক স্টেট জঙ্গীরা একটি ভিডিওতে মিসরের সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের ওপর আবারও হত্যার হুমকি দিয়েছে। মিসরের নয় কোটি মানুষের মধ্যে ১০ শতাংশ কপটিক খ্রিস্টান। সাম্প্রতিক বছরগুলোতে ইসলামপন্থী জঙ্গীরা তাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। বড় আকারে সামরিক বাজেটের পরিকল্পনা ট্রাম্পের বড় আকারের ‘সামরিকবান্ধব’ বাজেট পরিকল্পনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার কনজারভেটিভ পলিটিক্যাল এ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) এমন পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি হোয়াইট হাউসের সমালোচিত আমেরিকা নীতির পক্ষেও সাফাই দেন তিনি। খবর বিবিসির। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থিতার দৌড়ে রাজনৈতিক ময়দানে জায়গা তৈরি করে দেয়ার ক্ষেত্রে সিএপিসির কথাই সবার প্রথমে উচ্চারিত হয়। মঙ্গলবার জাতীর উদ্দেশে টেলিভিশনে ভাষণ দেবেন ট্রাম্প। ওই বক্তৃতার আগেই সামরিক খাতকে শক্তিশালী করার এবং কর সংস্কারের বিষয়ে নিজের চিন্তা-ভাবনা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, আক্রমণাত্মক এবং আত্মরক্ষা এই দুই পায়েই সেনাবাহিনীর সামর্থ বাড়াতে বাজেট বৃদ্ধির জন্য তিনি কংগ্রেসে আহ্বান জানাবেন, যা তার দেশের সামরিক খাতকে আগের চেয়ে বড়, দক্ষ ও শক্তিশালী করতে সহায়ক হবে। আশা করছি, এই ক্ষমতা আমাদের প্রয়োগ করতে হবে না। তবে সামরিক খাতে এটা হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় আকারের বিনিয়োগ।
×