ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সন্ত্রাস ও ইসলামের মধ্যে পার্থক্য আছে

প্রকাশিত: ০৪:০৮, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

সন্ত্রাস ও ইসলামের মধ্যে পার্থক্য আছে

লে. জেনারেল এইচ আর ম্যাকমাস্টারকে গত সোমবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সদ্য নিয়োগ পাওয়া ম্যাকমাস্টার বৃহস্পতিবার ওয়াশিংটনে তার স্টাফদের উদ্দেশে বক্তব্য রাখার সময় মুসলিমদের সম্পর্কে যে মন্তব্য করেছেন তাতে ট্রাম্প প্রশাসনের অন্যান্য উপদেষ্টার তুলনায় তার ভিন্ন দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। নিউইয়র্ক টাইমস। ম্যাকমাস্টার বলেন, মুসলিমদের মধ্যে যারা সন্ত্রাসী কর্মকা-ে লিপ্ত হচ্ছে তারা তাদের ধর্মকে বিকৃত করছে। এ থেকে ধারণা পাওয়া যায়, ট্রাম্পের সিনিয়র উপদেষ্টাদের তুলনায় ম্যাকমাস্টার মুসলিম বিশ্ব সম্পর্কে তুলনামূলক উদার দৃষ্টিভঙ্গি পোষণ করেন। তিনি জাতীয় নিরাপত্তা পদে নিয়োগ পাওয়ার পর বৃহস্পতিবার তার দফতরের সব স্টাফদের নিয়ে বৈঠক করেন। সেখানে তিনি বলেন ‘র‌্যাডিকেল ইসলামিক টেররিজম’ শব্দগুলো বাস্তব সম্মত নয়। কারণ সন্ত্রাসীরা ‘ইসলাম বিরোধী’ বলে তিনি মন্তব্য করেন। ওই বৈঠকে অংশগ্রহণকারীদের সূত্রে এ খবর জানা গেছে। ট্রাম্প এবং ম্যাকমাস্টারের পূর্বসূরী মাইকেল ফ্লিন র‌্যাডিকেল ইসলামিক টেররিজম কথাগুলো এর অনেকবার ব্যবহার করেছেন। রুশ কূটনীতিকের সঙ্গে বিতর্কের জেরে ফ্লিন গত সপ্তাহে পদত্যাগ করেন। ফ্লিন ছিলেন একজন তিন তারকা জেনারেল। অন্যদিকে ম্যাকমাস্টার একজন ইরাক ফেরত কর্মকর্তা যিনি ইতিহাস সম্পর্কে তার জ্ঞান এবং স্বাধীন দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত। ধারণা করা হচ্ছে, পুর্বসূরী ফ্লিনের তুলনায় তিনি আদর্শিক প্রশ্নে ভিন্ন দৃষ্টিভঙ্গির অনুসারী হবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দফতরে বৈঠক করার সময় ম্যাকমাস্টারের পরনে ছিল সামরিক পোশাক। তিনি এমন এক সময় তার স্টাফদের সঙ্গে বৈঠকে বসলেন যখন বিভিন্ন কারনে তাদের মনোবল বিপর্যস্ত অবস্থায় রয়েছে। বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের কাছ থেকে দায়িত্ব ঠিকভাবে বুঝে নিতে না নিতেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে তারা ব্যাপক সমালোচনার মুখে ছিল। পরিস্থিতি এতদূর গড়ায় যে ফ্লিনকে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয়। দায়িত্ব পাওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই পদত্যাগ করেছিলেন ফ্লিন। ফ্লিনের পদত্যাগের পর ট্রাম্প ওই পদে নেভির ভাইস এ্যাডমিরাল অবসরপ্রাপ্ত রবার্ট হাওয়ার্ডকে আনতে চেয়েছিলেন। কিন্তু তিনি রাাজি না হওয়ায় জেনারেল ম্যাকমাস্টারকে ওই পদে নিয়োগ দেন ট্রাম্প। ম্যাকমাস্টারকে নিয়োগ দিয়ে সোমবার তার সম্পর্কে মন্তব্য করেন, তিনি অত্যন্ত মেধাবী এবং দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি। কিন্তু ম্যাকমাস্টার স্পষ্ট জানিয়ে দিলেন যে, তিনি সন্ত্রাসবাদ নিয়ে ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত নন। ম্যাকমাস্টারের দৃষ্টিভঙ্গির সঙ্গে ট্রাম্পের পূর্বসূরী প্রেসিডেন্ট বারাক ওবামা ও জর্জ ডব্লিউ বুশের মিল রয়েছে। তারা উভয়ই ইসলামের শিক্ষার সঙ্গে সন্ত্রাসবাদকে পৃথক করে দেখেছেন। তাদের কথা ছিল, সন্ত্রাসের বিরুদ্ধে কিছু করতে হলে যুক্তরাষ্ট্রের অবশ্যই মুসলিমদের সহযোগিতা দরকার হবে।
×