ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতদের বেশিরভাগই আশঙ্কাজনক

প্রকাশিত: ০৩:৩০, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতদের বেশিরভাগই আশঙ্কাজনক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর লালবাগ চৌরাস্তায় এলাকায় একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া বেশিরভাগই আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রথমে আট জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেলেও পরবর্তীতে আরো এক জনের কথা জানা যায়। যেখানে দগ্ধদের মধ্যে এক নারীসহ ৯ জন রয়েছেন বলে জানা গেছে। দগ্ধরা হচ্ছেন, সুনাম উদ্দিন (৫০), হযরত আলী (৪০), পান্না আক্তার (২৬), মারুফ হোসেন (২০), সবুজ (২০), মকবুল হোসেন (৩৫) ও সাব্বিরের (২০), অজ্ঞাত এক রিকশাচালক (৩২)সহ আরও একজন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, সুনাম উদ্দিন, হযরত আলী, পান্না আক্তারসহ সাতজনের শ্বাসনালীসহ সারা শরীর পুড়ে গেছে। তাদের অবস্থায় আশঙ্কাজনক। বাকীরা এখনও পর্যন্ত শংকামুক্ত বলে জানান পার্থ শংকর পাল। ঢামেক হাসপাতালের পুলিশের এসআই বাচ্চু মিয়া জানান, লালবাগে আগুনে দগ্ধ হয়ে আটজন ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। দগ্ধদের শরীরের বিভিন্ন স্থানে জখমের মতো ক্ষতচিহ্ন রয়েছে। হাসপাতালে প্রত্যক্ষদর্শী অভি নামে এক ব্যাক্তি জানান, মকবুল নামে তার এক স্বজন ফুটপাত দিয়ে হাঁটছিল। হঠাৎ রেস্টুরেন্টের ভেতরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। তখন রেস্টুরেন্টের কাঁচ ভেঙে বাইরে চলে আসে। ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, শনিবার বিকেল ৫টার দিকে লালবাগের একটি মিষ্টির দোকানে বিস্ফোরণের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ও এ্যাম্বুলেন্স পাঠানো হয়। দগ্ধদের হাসপাতালে পাঠানো হয়েছে। লালবাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইব্রাহীম খান জানান, বিকেলে লালবাগ চৌরাস্তায় ওই রেস্টুরেন্টে সিলিন্ডার বিস্ফোরণে তারা আহত হয়েছেন। পুলিশ গিয়ে তদন্ত করছে। ফায়ার সার্ভিসের লোকজনও গেছেন। ফায়ার সদর দফতরের মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে ফায়ারের কর্মীরা আছেন। তারা তদন্ত করে বিষয়টি জানাবেন। তবে কিভাবে বিস্ফোরণ এটা জানা যায়নি।
×