ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লালবাগে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮

প্রকাশিত: ০১:৫২, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

লালবাগে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর লালবাগ কেল্লার মোড় এলাকায় একটি মিষ্টির দোকানে সিলিন্ডার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হচ্ছেন, হজরত (৪০), মারুফ (৪০), সবুজ (২০), সাব্বির (২০), মকবুল (৩৫), সোনামুদ্দীন (৫০), পান্না (২৫) ও অজ্ঞাত এক ব্যক্তি (৪০)। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশের এসআই বাচ্চু মিয়া জানান, দগ্ধদের শরীরের বিভিন্ন স্থানে জখমের মতো ক্ষতচিহ্ন রয়েছে। আহতরা জানান, মিষ্টি দোকানে হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে তারা দগ্ধ হন। তারা জানান, তাদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, শনিবার বিকেল ৫টার দিকে লালবাগের একটি মিষ্টির দোকানে বিস্ফোরণের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ও এ্যাম্বুলেন্স পাঠানো হয়। দগ্ধদের হাসপাতালে পাঠানো হয়েছে। লালবাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইব্রাহীম খান জানান, বিকেলে লালবাগ চৌরাস্তায় ওই মিষ্টি দোকানে কোন সিলিন্ডার বিস্ফোরণে তারা আহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। সেখানে পুলিশ গিয়ে তদন্ত করছে। ফায়ার সার্ভিসের লোকজনও গেছে। ফায়ার সদর দফতরের মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে ফায়ারের কর্মীরা আছেন। তারা তদন্ত করে বিষয়টি জানাবেন। তবে কিভাবে বিস্ফোরণ এটা জানা যায়নি।
×