ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশাল জজ আদালতের কর্মচারী ১৫তম বিয়ের আসরে আটক

প্রকাশিত: ২০:০৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

বরিশাল জজ আদালতের কর্মচারী ১৫তম বিয়ের আসরে আটক

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অবশেষে ১৫ তম বিয়ের আসরে আটক হয়েছেন বরিশাল জজ আদালতের চতুর্থ শ্রেনীর কর্মচারী বিয়ে পাগল মনজুর আলম ও বিয়ের ঘটক আবু হানিফ। আটককৃতদের আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। আটকের ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে ঝালকাঠির রাজাপুর উপজেলার প্রত্যন্ত বলাইবাড়ী গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার কনে পক্ষ বিয়ের সকল আয়োজন সম্পন্ন করেছিলো। শতাধিক বরযাত্রীকে আপ্যায়নের জন্য প্রস্তুতছিলো কনে পক্ষের লোকজন। যথাসময়ে বরযাত্রীসহ উপস্থিত হয় বর মনজুর আলম (২৮)। এর মাত্র তিনদিন আগে একলাখ টাকা দেন মোহরে সম্পন্ন হয় বিয়ের রেজিষ্ট্রি কাবিন। তবে বিধিবাম ১৫তম স্ত্রীকে তুলে নেয়ার পূর্ব মূহুর্তে ফাঁস হয়ে যায় বিয়ে পাগল মনজুর আলমের পূর্বের বিয়ের সকল কাহিনী। একপর্যায়ে পালিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ এলাকাবাসী বর বরিশাল জজ আদালতের চতুর্থ শ্রেনীর কর্মচারী মনজুর আলম ও বিয়ের ঘটক আবু হানিফকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেন। রাজাপুর থানার পরিদর্শক শেখ মুনির-উল গিয়াস বলেন, কনের ভাইয়ের লিখিত অভিযোগের প্রেক্ষিতে আটক মনজুর আলম ও ঘটক আবু হানিফকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
×