ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চিনের হোটেলে আগুন, মৃত ৩, এখনও আটকে বহু

প্রকাশিত: ১৯:৫৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

চিনের হোটেলে আগুন, মৃত ৩, এখনও আটকে বহু

অনলাইন ডেস্ক ॥ শনিবার সাতসকালেই চিনের নানচাং শহরের একটি বিলাসবহুল হোটেলে বিধ্বংসী আগুন লাগে। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে। ১৪ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় হোটেলের ঘর থেকে বের করে নিয়ে আসা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এখনও বেশ কয়েক জন ওই হোটেলে আটকে রয়েছেন। এর মধ্যে বেশির ভাগই পর্যটক বলে জানা গিয়েছে। চিনের দক্ষিণ-পূর্ব দিকের শহর নানচাংয়ের ওই বিখ্যাত হোটেলে কী ভাবে এত বড় অগ্নিকাণ্ড ঘটল তা এখনও পর্যন্ত জানা যায়নি। চিনের সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, এ দিন সকাল আটটা নাগাদ এইচএনএ প্লাটিনাম মিক্স হোটেলের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনাটি প্রথম নজরে আসে। তারপরেই পুরো হোটেলে আগুন ছড়িয়ে পড়তে থাকে। সেই সময় হোটেলে থাকা বেশির ভাগ আবাসিক ঘুমিয়ে ছিলেন। অগ্নিকাণ্ডের জেরে হুড়োহুড়ি পড়ে যায় হোটেলে। হোটেলের সঙ্গে যুক্ত থাকা একটি বহুতলেও আগুন ছড়িয়ে পড়ে। সেখানেও অনেকে আটকে রয়েছেন বলে খবর। এদিকে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে চলে আসে দমকল ও অ্যাম্বুল্যান্স। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আগুন লাগার পর হোটেলটি থেকে গলগল করে ধোঁয়া বের হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এনে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চলছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×