ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

র‌্যাবের অভিযান ॥ আশুলিয়ায় অপহৃত উদ্ধার, ৪ গুলিবিদ্ধসহ আটক ৬, অস্ত্র-গুলি উদ্ধার

প্রকাশিত: ০৮:৫৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

র‌্যাবের অভিযান ॥ আশুলিয়ায় অপহৃত উদ্ধার, ৪ গুলিবিদ্ধসহ আটক ৬, অস্ত্র-গুলি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৪ ফেব্রুয়ারি ॥ এক অপহৃতকে উদ্ধারে র‌্যাবের অভিযানে অপহরণকারী চক্রের ৪ সদস্য গুলিবিদ্ধসহ ৬ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে আমান উল্লাহ নূর আমান নামের অপহৃতকে। উদ্ধার করা হয়েছে অপহরণকারীদের ব্যবহৃত অস্ত্র ও গুলি। শুক্রবার রাতে উপজেলার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার রাতে র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন। গুলিবিদ্ধরা হলো- মহসিন, মিজানুর, রাহুল ও আলমগীর। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটক অপর ২ জন হলো- মনির ও মারুফ হোসেন। তাদের পায়ে ও হাতে গুলি লাগে। উদ্ধারকৃত আমান ঠাকুরগাঁও জেলার রানিশংকৈল এলাকার জাফরুল্লাহ’র ছেলে। জানা গেছে, আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে গাজীপুরের টঙ্গী এলাকার ‘আদু কর্পোরেশন’ নামে একটি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন আমান। শুক্রবার সকালে টঙ্গী এলাকা থেকে আমানকে কৌশলে অপহরণ করে একটি চক্র। পরে তার পরিবারের নিকট ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এরপর বিকাশের মাধ্যমে প্রথমে ১০ হাজার ও পরে ১৫ হাজার টাকা পরিবারের নিকট থেকে আদায় করে অপহরণকারী চক্রটি। পরবর্তীতে অপহৃত পরিবারের অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি বাসায় অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে র‌্যাব। এরপর সন্ধ্যা ছয়টার দিকে সেখানে অভিযান পরিচালনা করলে অপহরণকারীরা দ্রুত অবস্থান পরিবর্তন করে। পরে জামগড়া মধ্যপাড়া এলাকার রূপায়ন মাঠ সংলগ্ন আব্দুর ছাত্তারের বাড়িতে অপহরণকারীদের অবস্থান পুনরায় নিশ্চিত করা হয়। এ সময় অপহরণকারীরা অপহৃত আমানের মাথায় পিস্তল ঠেকিয়ে তাদের পালিয়ে যেতে সাহায্য করতে বলে। পরে র‌্যাব গুলি চালালে অপহরণকারীরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে র‌্যাব সদস্যরা সমন্বিতভাবে পাল্টা গুলি চালালে অপহরণকারীরা খাটের নিচে লুকিয়ে পড়ে। এ সময় চারজন অপহরণকারী গুলিবিদ্ধ হয়। এ সুযোগে র‌্যাব সদস্যরা কক্ষে প্রবেশ করে অপহরণকারীদের আটক করে। অপহৃত আমানকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন। গুলিবিদ্ধ অপহরণকারীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়।
×