ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জিতেও সেমিতে যেতে পারেনি মোহামেডান

প্রকাশিত: ০৮:৫৩, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

জিতেও সেমিতে যেতে পারেনি মোহামেডান

স্পোর্টস রিপোর্টার ॥ শেখ কামাল ফুটবলে ‘বি’ গ্রুপের শেষ খেলায় আফগানিস্তানের শাহিন আসমায়ি এফসিকে ২-১ গোলে জিতেও লাভ হয়নি ঢাকা মোহামেডানের। সেমিতে তারা যেতে পারেনি প্রয়োজনীয় পয়েন্টের অভাবে। ৩ খেলায় তাদের পয়েন্ট ৪। ম্যাচসেরার পুরস্কার লাভ করেন মোহামেডানের দাউদা সিসে। এই ম্যাচে জিতলেই সেমিতে যেতে পারতো আসমায়ি। আর ড্র করলে নেপালের মানাংয়ের সমান পয়েন্ট হতো। সেক্ষেত্রে গোল তফাতের প্রশ্ন আসত। কিন্তু মোহামেডানের কাছে হেরেই যায় তারা। এই ম্যাচের স্কোরে নির্ধারিত হয়ে গেছে টুর্নামেন্টের সেমিফাইনালের লাইনআপ। আগামী ২৬ ফেব্রুয়ারি প্রথম সেমিতে মখোমুখি হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব বনাম ‘বি’ গ্রুপের রানার্সআপ নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাব। পরদিন দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী লিমিটেড বনাম দক্ষিণ কোরিয়ার পোচেয়ন সিটিজেন এফসি। দুটি খেলাই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। ৩২ মিনিটে গাম্বিয়ান ফরোয়ার্ড দাউদা সিসে (১-০) গোল করেন। ৬৮ মিনিটে সেই দাউদা সিসেই গোল ব্যবধান বাড়ান (২-০)। ব্যবধান দ্বিগুণ করে মোহামেডান। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান আমিরুদ্দিন শরিফি (১-২)।
×