ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুক্তিযুদ্ধের পক্ষে বিদেশে সবচেয়ে বড় আন্দোলন হয়েছে যুক্তরাজ্যে ॥ বিচারপতি মানিক

প্রকাশিত: ০৮:৫২, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

মুক্তিযুদ্ধের পক্ষে বিদেশে সবচেয়ে বড় আন্দোলন হয়েছে যুক্তরাজ্যে ॥ বিচারপতি মানিক

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ সুপ্রীমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিলেতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষে সবচেয়ে বড় আন্দোলন হয়েছে যুক্তরাজ্যে। সেই আন্দোলনে অংশ নেয়া নব্বই শতাংশ লোকই ছিলেন সিলেটের। যুক্তরাজ্যসহ দেশের বাইরে মুক্তিযুদ্ধের পক্ষের এই আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সহযোগিতা করেছে উল্লেখ করে তিনি বলেন, অনেক দেশই আছে দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য লড়াই করছে কিন্তু আন্তর্জাতিক সমর্থন ও স্বীকৃতির অভাবে স্বাধীনতা পাচ্ছে না। বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে যুক্তরাজ্যে বিভিন্ন কর্মকা-ের স্থিরচিত্র নিয়ে ‘লন্ডন ১৯৭১’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক একাত্তরের ছবি নিয়ে এই প্রদর্শনীর আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, এই আয়োজনের ফলে দুই ধরনের লোক উপকৃত হবে। এক ধরনের হচ্ছি, আমরা- যারা সেই সময়ের স্মৃতিগুলো আবার রোমন্থন করতে পারব। আর উপকৃত হবে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা। শুক্রবার বিকেলে রিকাবীবাজারের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে শুরু হয় চারদিনব্যাপী এ প্রদর্শনী। ১৯৭১ সালে বিলেতে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলা ও ইংরেজী সংবাদপত্রের কাটিং, পোস্টার, প্রচারপত্র ও ঐতিহাসিক ছবি নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চারদিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত, প্রফেসর ইমেরিটাস ড. এ কে আব্দুল মোমেন।
×