ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে আগুনে স’মিল, আট কাঁচাঘর ও প্রাইভেটকার পুড়ে গেছে

প্রকাশিত: ০৮:২৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

রাজধানীতে আগুনে স’মিল, আট কাঁচাঘর ও প্রাইভেটকার পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথকস্থানে চারটি অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শুক্রবার ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার রাতে রাজধানীর খিলগাঁওয়ের একটি স’মিলে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহমুদুল ইসলাম জনকণ্ঠকে জানান, রাত ৭টা ৫৫ মিনিটের দিকে খিলগাঁওয়ের বিদ্যুত অফিসের পেছনে একটি স’মিলে আগুন লাগে। তিনি জানান, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত করা হচ্ছে। একইদিন বিকেল ৩টা ২০ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন ওই প্রাইভেটকারের অনেকাংশ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৮ মিনিটের মধ্যে প্রাইভেটকারের আগুন নিয়ন্ত্রণে আনে। এদিন সকালে রাজধানীর কামরাঙ্গীরচরে নূরবাগ বস্তিতে অগ্নিকা-ে আটটি কাঁচাঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বেলাল আহমেদ জানান, শুক্রবার সকাল ৬টার দিকে নূরবাগ নদীর পাড়ের বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহত হয়নি। এছাড়া একই সময়ে মিরপুর ১০ নম্বর সেক্টরের বি ব্লকের দুই নম্বর সড়কের ১০ নম্বর ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কিছুক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের সূত্র জানায়, ওই ভবনের নিচ তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
×