ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুলশানে লেক থেকে উদ্ধারকৃত লাশ ব্যবসায়ীর

প্রকাশিত: ০৮:২৩, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

গুলশানে লেক থেকে  উদ্ধারকৃত লাশ ব্যবসায়ীর

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানে লেক থেকে উদ্ধার করা অজ্ঞাত লাশটি এক ব্যবসায়ীর। তার নাম মেহেদী হাসান জাহিদ (৩২)। তিনদিন আগে প্রাতঃভ্রমণে বের হয়ে তিনি নিখোঁজ হন। শুক্রবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে এসে তার লাশ শনাক্ত করেন তার স্ত্রী সুমি হাসান। এদিন সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশান ১ নম্বর এর ২/এ রোডের ১৩৫ নম্বর বাসার পেছনের লেক থেকে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ। সুমি জানান, উত্তর যাত্রাবাড়ীর ১০৭/১০ নম্বর বাসায় হাসান জাহিদকে নিয়ে বসবাস করেন। জাহিদ বিভিন্ন দোকানে বিদেশী খাদ্য পণ্য সরবারহ করতেন। তিনি জানান, মঙ্গলবার ভোর ৬টায় প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন মেহেদী হাসান জাহিদ। তারপর থেকেই নিখোঁজ ছিলেন। বিভিন্ন জায়গায় খোঁজা করে সন্ধান না মেলায় বুধবার যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বিকেলে ঢামেক মর্গে স্বামীর মরদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়ে সুমি হাসান। তিনি জানান, তার স্বামীর কোন শত্রু নেই। গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, তাকে কি হত্যা করে এখানে ফেলে দেয়া হয়েছে? নাকি তিনি নিজেই পড়ে গিয়ে মারা গেছে। তা নিয়ে তদন্ত চলছে।
×