ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উত্তরায় ট্রেনে কাটা পড়ে ও সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত: ০৮:১০, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

উত্তরায় ট্রেনে কাটা পড়ে ও সড়ক দুর্ঘটনায় নিহত ৩

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরায় ট্রেনে কাটা পড়ে ও সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গুলশান লেকে এক ব্যক্তির পচাগলা লাশ উদ্ধার করা হয়েছে। উত্তরায় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে নিরাপত্তাকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ধানম-িতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক শ্রমিক মারা গেছে। শুক্রবার সূত্র জানায়, উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে প্রাইভেটকারের ধাক্কায় আবু তাহের মুন্সি (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুরে। ভোরেরদিকে বিজিবি মার্কেটের সামনে গাড়ির ধাক্কায় মোশাররফ হোসেন (২৮) নামে এক বাস হেলপারের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম আব্দুল হামিদ। গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার ইটখোলা রোডে। উত্তরা ৬ নম্বর সেক্টরের জয়নাল মার্কেট সংলগ্ন রেল লাইনে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত (৫০) এক পথচারীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে মার্কেট সংলগ্ন রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন অজ্ঞাত ওই ব্যক্তি। এ সময় একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। পরে ওই ব্যক্তির বাম পা বিচ্ছিন্ন অবস্থায় রেললাইনে পাশে পড়েছিল। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীররাতে তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, শুক্রবার ময়নাতদন্ত শেষে লাশ মর্গের হিমাগারের রাখা হয়েছে। যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে তিনি মারা গেছেন। তার পরনে চেক লুঙ্গি ও শার্ট ছিল। ছাদ থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু ॥ শুক্রবার সকালে উত্তরা ৩ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের ৪০ নম্বর ভবনের ছাদ থেকে পড়ে ফিরোজ শাহ (৩১) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম আইয়ুব শাহ। বাড়ি নওগাঁর পোরশা উপজেলার সমনগরে। বিদ্যুতস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ॥ ধানম-িতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম সাদা মিয়া। বাড়ি গাইবান্ধার সাঘাটার কদমশহর গ্রামে।
×