ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘অপপ্রচারের’ মুখে ধানমণ্ডি থানায় শাওনের জিডি

প্রকাশিত: ০৮:০৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

‘অপপ্রচারের’ মুখে ধানমণ্ডি থানায় শাওনের জিডি

বিডিনিউজ॥ মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘ডুব’ চলচ্চিত্র নিয়ে বিতণ্ডায় জড়িয়ে পড়া মেহের আফরোজ শাওন ‘অপপ্রচারের’ মুখে থানায় জিডি করেছেন। শুক্রবার বিকেলে তিনি ধানমণ্ডি থানায় তার জিডি করার কথা জানিয়েছেন রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার। শাওনের অভিযোগ, ‘বান্টি মীর’ নামে একটি ফেসবুক আইডি থেকে ভিডিও লাইভের মাধ্যমে তাকে নিয়ে মিথ্যা গল্প ছড়ানো হচ্ছে, যা তার জন্য বিব্রতকর ও আতঙ্কের। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ডুব’ সেন্সর বোর্ডে জমা পড়ার আগেই প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী শাওনের এক চিঠির পর তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে তা আটকে গেছে। শাওন বলছেন, ঘোষণা না থাকলেও চলচ্চিত্রটি যে হুমায়ূন আহমেদের জীবনেরই একটি অধ্যায় নিয়ে, তা স্পষ্ট। তবে নির্মাতা ফারুকীর দাবি, চলচ্চিত্রটি মৌলিক গল্পের ভিত্তিতে নির্মিত, হুমায়ূনের জীবন অবলম্বনে নয়। চলচ্চিত্রটিতে ভারতীয় অভিনেতা ইরফান খানের প্রথম স্ত্রীর ভূমিকার রূপায়নকারী অভিনেত্রী রোকেয়া প্রাচীর সাক্ষাতকারের ওপর ভিত্তি করেই এই বিতর্ক। বিষয়টি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য আসছে বিভিন্ন মাধ্যমে।
×