ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্রিকইনফোর চোখে বর্ষসেরা মুস্তাফিজ ও মিরাজ

প্রকাশিত: ০৭:৩৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

ক্রিকইনফোর চোখে বর্ষসেরা মুস্তাফিজ ও মিরাজ

জনকণ্ঠ ডেস্ক ॥ শুক্রবার রাতে ক্রিকেটের জনপ্রিয় গণমাধ্যম ক্রিকইনফো নিজস্ব ওয়েবসাইটে ২০১৬ সালের বর্ষসেরা তালিকায় টি-টোয়েন্টির বোলার হয়েছেন মুস্তাফিজুর রহমান। আর সেরা অভিষিক্ত ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ। দুজনই অভিষেকে দেখিয়েছেন চমক। আর স্বীকৃতিও পেয়েছেন। ক্রিকইনফোর চোখে বর্ষসেরা টি-টোয়েন্টি বোলার হয়েছেন মুস্তাফিজুর রহমান। আর সেরা অভিষিক্ত ক্রিকেটারের পুরস্কার পেলেন মেহেদী হাসান মিরাজ। বাসস জানায়, ১৬ সালের ক্রিকইনফোর বর্ষসেরা ২০১৬ সালের বর্ষসেরা পুরস্কারের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ছয় খেলোয়াড়। তারা হলেনÑ মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও মোস্তাফিজুর রহমান। যারা সেরা হলেন ॥ টেস্ট ক্রিকেটে সেরা ব্যাটসম্যান হয়েছেন ইংল্যান্ডে বেন স্টোকস। কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫৮ রানের নজরকাড়া ইনিংস খেলেন স্টোকস। দক্ষিণ আফ্রিকান পেসার রাবাদার তোপে ১৬৭ রানে ৪ উইকেট পড়ে যায় কুকের দলের। এরপর ৬ নম্বরে নামেন স্টোকস। যখন আউট হন, তখন স্কোর বোর্ডে ছিল ৬ উইকেটে ৬২২! সেরা টেস্ট বোলার হয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭ রানে ৬ উইকেট নেন তিনি। ওই স্পেলের জন্য স্বীকৃতি পান তিনি। ওয়ানডে ফরম্যাটে সেরা ব্যাটসম্যান হয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। সেঞ্চুরিয়নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭৮ রান করে থেমেছিলেন তিনি। ক্রিকইনফোর চোখে ওই ইনিংসটাই ছিল সেরা। ওয়ানডে ফরম্যাটে সেরা বোলারের স্বীকৃতি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন। গায়ানায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৭ রানে ৬ উইকেট নেন তিনি। সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাথওয়েট। টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। আর ওই আসরে একাধিক নজরকাড়া ইনিংস খেলেছেন ব্রাথওয়েট। তবে ক্রিকইনফোর চোখে ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৪ রানে অপরাজিত থাকার ইনিংসটিই সেরা। সেরা অধিনায়কের মুকুট উঠেছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির মাথায়। গত বছর ভারতের টেস্ট দলের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে ভারত ১২টি টেস্ট খেলে ৯টিতে জিতেছে, ড্র করেছে তিনটি। একটিও হারেনি! এ ছাড়া সহযোগী দেশগুলোর মধ্যে সেরা ব্যাটসম্যান হয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ, সেরা বোলার হয়েছেন একই দেশের মোহাম্মদ নবী।
×