ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করলেন জয়া সেনগুপ্ত

প্রকাশিত: ০৭:৩৩, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

মনোনয়নের জন্য আবেদনপত্র  সংগ্রহ করলেন জয়া সেনগুপ্ত

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও প্রবীণ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শূন্য আসনের উপ-নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন তাঁর স্ত্রী জয়া সেনগুপ্ত। শুক্রবার বিকেলে ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সুরঞ্জিত সেনগুপ্তের একমাত্র পুত্র সৌমেন সেনগুপ্ত মায়ের পক্ষে এ আবেদনপত্র সংগ্রহ করেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বিষয়টি নিশ্চিত করে জানান, জয়া সেনগুপ্তসহ এ পর্যন্ত মোট ৪ জন উপ-নির্বাচনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেলে সুনামগঞ্জ-২ আসন শূন্য হয়। এ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২ মার্চ পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ৫ ও ৬ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ। নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে প্রার্থীদের আবেদনপত্র আহ্বান ॥ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে আবেদনপত্র জমা দেয়ার আহ্বান জানানো হয়েছে। আজ শনি ও আগামীকাল রবিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমণ্ডি আ/এ, ধানমণ্ডি, ঢাকা) আবেদপত্র জমা দেয়া যাবে।
×