ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দ্রুতগতির মেমোরি কার্ড

প্রকাশিত: ০৫:২৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

দ্রুতগতির মেমোরি কার্ড

বিশ্বের দ্রুততম মেমোরি কার্ড নিয়ে আসছে সনি। নতুন এসডি কার্ড (সিকিউর ডিজিটাল কার্ড) প্রতি সেকেন্ডে ২৯৯ মেগাবাইট পর্যন্ত ফাইল ট্রান্সফার করতে পারবে বলে দাবি করছে সংস্থাটি। এসডি কার্ডটি মিলবে ৩২ জিবি, ৬৪ জিবি এবং ১২৮ জিবি স্পেস পর্যন্ত। শীঘ্রই বাজারে আসছে এ মেমোরি কার্ড। যদিও কার্ডটির দাম ও বাজারে ছাড়ার তারিখ নিয়ে এখনও কোন তথ্য দেয়নি সনি। এসএফ-জি সিরিজের এ মেমোরি কার্ড পেশাদার আলোকচিত্রী এবং ভিডিওগ্রাফারদের কাজ অনেক সহজ করে দেবে বলে জানিয়েছে সনি কর্তৃপক্ষ। সংস্থার দাবি, ইউএইচএস-টু সার্পোট ক্যামেরায় শূট করার সময় অনেক বেশি হাইরেজ্যুলেশনে ছবি স্টোর করা যাবে। মেমোরি কার্ড থেকে কম্পিউটারে ফাইল আদান-প্রদান কয়েক সেকেন্ডে করা যাবে। এছাড়াও অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এ মেমোরি কার্ডটি পানি বা অতিরিক্ত তাপে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। -এনডিটিভি
×