ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শহীদ সুবেদার মেজর নূরুল ইসলামের পরিবার আজও পায়নি চার কাঠার প্লটটি

প্রকাশিত: ০৫:২৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

শহীদ সুবেদার মেজর নূরুল ইসলামের পরিবার আজও পায়নি চার  কাঠার প্লটটি

স্টাফ রিপোর্টার ॥ পিলখানা হত্যাকা-ের সময় সশস্ত্র জওয়ানদের ঠেকাতে গিয়ে জীবন দিয়েছিলেন তৎকালীন সুবেদার মেজর মোঃ নূরুল ইসলাম। তিনিই একমাত্র বিডিআর সদস্য ছিলেন যিনি নিজের জীবন দিয়ে বিদ্রোহ থামাতে চেয়েছিলেন। মৃত্যুর পর রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা দেয়া হয় তাকে। সে অনুযায়ী প্রধানমন্ত্রী ও এক্সিম ব্যাংক থেকে আর্থিক সুবিধাও পেয়েছে তার পরিবার। কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী শহীদ পরিবারটি স্থায়ী পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে চার কাঠার প্লট এখনও পায়নি। জানা গেছে রাজউকের পক্ষ থেকে এই প্লট দেয়ার জন্য বারবার আশ্বাস দেয়া হলেও সেটি আশ্বাসই থেকে গেছে। শহীদ মোঃ নূরুল ইসলামের স্ত্রী আয়েশা বেগম এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেন, তিনি (প্রধানমন্ত্রী) যেন আমাদের স্থায়ী পুনর্বাসন ব্যবস্থা করে দেন। নূরুল ইসলামের ছেলে আশরাফুল আলম জান্নান এ বিষয়ে বলেন, বিডিআর বিদ্রোহের সময় শহীদ সেনা কর্মকর্তাদের সবার পরিবার চার কাঠা করে প্লট পেলেও আমরা এখনও পাইনি। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরেও প্লট বরাদ্দে গড়িমসির জন্য সংশ্লিষ্টদের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, বাবা শহীদ মর্যাদা পেলেও প্রতিশ্রুতি অনুযায়ী আমরা প্লট পাইনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবিকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হলেও তা বেশিদূর এগোয়নি। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি বিডিআর (বিজিবি) বিদ্রোহের সময় সশস্ত্র জওয়ানদের নৃশংসতায় ৫৭ সেনা কর্মকর্তার সঙ্গে বিডিআরের একমাত্র সদস্য সুবেদার মেজর মোঃ নূরুল ইসলামকে নির্মমভাবে হত্যা করা হয়।
×