ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কৃত্রিম হাড়ের বাড়ি!

প্রকাশিত: ০৫:২১, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

কৃত্রিম হাড়ের বাড়ি!

শীঘ্রই কংক্রিট ও ইস্পাতের পরিবর্তে কৃত্রিম হাড় দিয়ে বাড়ি-ঘর তৈরি করতে যাচ্ছেন বিজ্ঞানীরা। মূলত শহরাঞ্চলে দূষণের হার কমানোর লক্ষে গবেষণা শুরু করেছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। এই গবেষণায় দুটি বিষয়ে গুরুত্ব দিচ্ছেন তারা। তা হল- বিশ্বে মোট কার্বন নির্গমণের ১০ শতাংশের জন্য দায়ী ইস্পাত ও কংক্রিট। নির্মাণক্ষেত্রের এই প্রধান দুই উপকরণ তৈরিতে উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। সঙ্গে লাগে বিপুল পরিমাণ বিদ্যুত। তবুও ঘরবাড়ি তৈরিতে এই দুটি উপকরণের উপরই নির্মাণ শিল্প নির্ভরশীল। বিজ্ঞানীরা তাই তৃতীয় বিকল্প উপকরণ ব্যবহারের জোর দিচ্ছেন। এ থেকেই কৃত্রিম হাড় ব্যবহারের ধারণাটি এসেছে। বিজ্ঞানীদের দাবি, প্রাকৃতিকভাবে তৈরি এই উপকরণ ইস্পাত ও কংক্রিটের চেয়েও শক্তিশালী ও টেকসই হবে। বায়ো ইঞ্জিনিয়ার ড. মিচেল ওয়েনের নেতৃত্বে কেমব্রিজের ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষকদের একটি দল এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। ইতোমধ্যে কৃত্রিম হাড়ের নমুনা তৈরি করেছেন বিজ্ঞানীরা। বর্তমানে এটি মানব শরীরে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে ব্যবহার হলেও এখন তা কিভাবে বাড়ি তৈরিতে ব্যবহার করা যায়, সেটি নিয়ে চলছে গবেষণা। -ওয়েবসাইট
×