ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী কাল সান্তাহার যাচ্ছেন

প্রকাশিত: ০৫:২১, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

প্রধানমন্ত্রী কাল  সান্তাহার  যাচ্ছেন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বগুড়ার সান্তাহারে আসছেন। এদিন সকালে তিনি সান্তাহারে নির্মিত দেশের প্রথম অত্যাধুনিক বহুতল ওয়্যার হাউসের (খাদ্যগুদাম) আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বিকেলে সান্তাহার স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। চলতি মেয়াদে বগুড়ায় এটি হবে তার দ্বিতীয় জনসভা। এর আগে ২০১৫ সালের ১২ নবেম্বর বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় শেখ হাসিনা ভাষণ দেন। এদিকে আদমদীঘি উপজেলার সান্তাহারে শেখ হাসিনার আগমনকে ঘিরে সাধারণের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এখানে দেশের প্রথম অত্যাধুনিক যে বহুতল খাদ্যগুদাম নির্মিত হয়েছে তার ধারণক্ষমতা ২৫ হাজার মেট্রিক টন। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৩০০ কোটি টাকা। সরকারের অর্থের সঙ্গে যোগ করে আর্থিক সহায়তা দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সি (জাইকা)। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় এই সাইলো খাদ্যগুদামে সকল মজুদ নিশ্চিতের লক্ষ্যে সাইলো নির্মিত হয়েছে। প্রধানমন্ত্রী বেলা ১১টায় হেলিকপ্টারে সান্তাহার পৌঁছে প্রথমে এই সাইলোর উদ্বোধন করবেন। তারপর সাইলোর নিজস্ব রেস্ট হাউসে বিশ্রাম শেষে বিকেল ৩টায় সান্তাহার স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন। জনসভার মঞ্চে তিনি ইলেকট্রনিক বাটন চেপে ডিজিটাল পদ্ধতিতে সদ্য সমাপ্ত ৮টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। সমাপ্ত হওয়া যেসব প্রকল্পের উদ্বোধন করবেন সেগুলো হলোÑ নন্দীগ্রাম উপজেলা কমপ্লেক্স ভবন, সোনাতলার বয়রা কারিগরি স্কুল ও কলেজ চত্বরে নির্মিত বন্যা আশ্রয় কেন্দ্র, গাবতলীতে মোস্তাফিজার রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় চত্বরে নির্মিত বন্যা আশ্রয় কেন্দ্র, শাজাহানপুর থানা ভবন, সুলতানগঞ্জ হাইস্কুলে দৃষ্টি প্রতিবন্ধী শিমুদের জন্য নির্মিত হোস্টেল, শিবগঞ্জ ও নন্দীগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সোনাতলার সিচারপাড়া গুচ্ছগ্রাম প্রকল্প। যেসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন সেগুলো হলোÑ বগুড়া প্রেসক্লাব ভবন, শাজাহানপুর ও দুপচাঁচিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গাবতলী খৈলশাকুড়ি ব্রিজ, জয়ভোগা ব্রিজ, হাটফুরবাড়ি ব্রিজ, সোনাতলা উপজেলার ১০ কিলোমিটার রাস্তা ও সারিয়াকান্দি উপজেলার ১০ কিলোমিটার রাস্তা। এই রাস্তাগুলো নির্মিত হলে গ্রামীণ যোগাযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি পণ্য বাজারজাতকরণ সহজ হবে। সান্তাহারে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ৪টি হেলিপ্যাড নির্মিত হয়েছে। স্টেডিয়ামে ৭০ ফুট বাই ৩০ ফুট মঞ্চ নির্মিত হয়েছে। সাইলো থেকে সান্তাহার স্টেডিয়াম পর্যন্ত রাস্তা সংস্কার করা হয়েছে।
×