ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিশ্বে উন্নয়নের রোল মডেল শেখ হাসিনা ॥ ড. রাজ্জাক

প্রকাশিত: ০৫:১৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

বিশ্বে উন্নয়নের রোল মডেল শেখ হাসিনা ॥ ড. রাজ্জাক

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৪ ফেব্রুয়ারি ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আবদুর রাজ্জাক এমপি বলেছেন, এই বিশ্বের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন উন্নয়নের রোল মডেল। তার নেতৃত্বকে এখন বিভিন্ন দেশের নেতারা অনুসরণ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গর্ব করে বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বিশ্বে সমৃদ্ধিশালী দেশ করব। ২০৪১ সাল নয়, তার নেতৃত্বে ২০৩১ সাল বা তার আগেই বাংলাদেশ বিশ্বে একটি সমৃদ্ধিশালী দেশ হবে বলে আমি মনে করি। এই বছর বাংলাদেশ অর্থনীতির প্রবৃদ্ধ হয়েছে ৭.১১। আমরা আশা করছি এই অর্থ বছরে প্রবৃদ্ধি ৮ ভাগের কাছাকাছি যাবে। শুক্রবার বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে সৃষ্টি শিক্ষা পরিবারের ২ যুগ পূর্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন তিনি। রাজ্জাক বলেন, কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী রাজনৈতিক দল বলেছে। তারা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারে। ভাবতেই অবাক লাগে কত বড় লজ্জার, দুঃখের বিষয়। তাই দেশের জনগণকে এখন ভাবতে হবে এ দলের কর্মকা- নিয়ে। যে দল ষড়যন্ত্র, সন্ত্রাসী করে তাদের প্রত্যাখ্যান করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যত। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে অংশীদার হতে হবে। তাই তোমাদের অনেক দায়িত্ব রয়েছে। তোমাদের শিক্ষা লাভের পাশাপাশি ভাল মানুষ হতে হবে। মানুষের কল্যাণে তোমাদের নিয়োজিত হতে হবে। ভালবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান ড. শরিফুল ইসলাম রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ প্রমুখ। পরে সৃষ্টি শিক্ষা পরিবারের পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় এ প্লাসপ্রাপ্ত ১৩৫১ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
×