ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনন্য মাইলফলকের হাতছানি মেসির

রিয়ালকে টপকে শীর্ষে ওঠার সুযোগ বার্সার

প্রকাশিত: ০৫:০২, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

রিয়ালকে টপকে শীর্ষে ওঠার সুযোগ বার্সার

স্পোর্টস রিপোর্টার ॥ অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি। আর্জেন্টাইন এই সুপারস্টার ক্লাব দল বার্সিলোনার জার্সিতে ৪০০তম জয়ের সন্ধিক্ষণে। রবিবারই এ গৌরবে ভাসতে পারেন ক্ষুদে জাদুকর। ওইদিন স্প্যানিশ লা লিগায় এ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে খেলবে বার্সিলোনা। ভিসেন্টে ক্যালডেরনে এ্যাটলেটিকোর মাঠে খেলবে কাতালানরা। এই ম্যাচ জিতলেই চার শ’ জয়ের স্বাদ পাবেন মেসি। নীচের সারির দল লেগানেসের বিরুদ্ধে সর্বশেষ ম্যাচে জোড়া গোল করেন তিনি। ওই ম্যাচ জিতে জয়ের সংখ্যাটা মেসির এখন ৩৯৯টি। ম্যাচটি জিতলে মেসির মাইলফলকের পাশাপাশি বার্সিলোনাও উঠে যাবে পয়েন্ট তালিকার শীর্ষে। পরের ম্যাচে ভিয়ারিয়ালের বিরুদ্ধে রিয়াল মাদিদ জিতলে অবশ্য তাদের দখলেই থাকবে শীর্ষস্থান। তবে রিয়াল হোঁচট খেলে আর বার্সা জিতলে ছয়মাস পর পয়েন্ট তালিকায় এক নম্বরে উঠে আসবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। ২০০৪ সালে বার্সার মূল দলে অভিষেকের পর এখন পর্যন্ত ৫৬৫ ম্যাচ খেলেছেন মেসি। বেশিরভাগ ম্যাচেই জয় উদযাপন করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। ৩৯৯টি জয়ের পথে বার্সাকে ২৯টি শিরোপা এনে দিতে রেখেছেন অনবদ্য ভূমিকা। যার মধ্যে আছে আটটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লীগ। এর মধ্যে মেসির অন্যতম প্রিয় প্রতিপক্ষ এ্যাটলেটিকো। এই দলটির বিরুদ্ধে বরাবরই সাফল্য পেয়েছেন ক্ষুদে জাদুকর। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে মাদ্রিদের ক্লাবটির বিরুদ্ধে ২৬টি গোল করেছেন। এর পরেই রিয়াল মাদ্রিদ (২১) ও সেভিয়া (২১)। ২০১৭ সালে এরই মধ্যে ১৪ ম্যাচে ১১টি গোল করেছেন। বর্তমানে শুধু লা লিগা নয়, ইউরোপের এক নম্বর গোলস্কোরার তিনি। গোলসংখ্যাটা লা লিগায় ১৯টি আর সবমিলিয়ে ৩৩টি। এ্যাটলেটিকোর বিরুদ্ধে বার্সা যদি জয়হীন থাকে তাহলে ঘরের মাঠে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ পাবেন লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসি। কেননা বার্সিলোনার পরের তিনটি ম্যাচই তাদের ঘরের মাঠ ন্যুক্যাম্পে। ঘরোয়া লীগে স্পোর্টিং গিজন, সেল্টা ভিগোর পর চ্যাম্পিয়ন্স লীগের বাঁচা-মরার লড়াইয়ে পিএসজির মুখোমুখি হবে কাতালানরা। লা লিগার চলমান মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিল বার্সা। কিন্তু মাঝখানে খেই হারিয়ে রিয়ালের চেয়ে বেশ পিছিয়ে পড়ে তারা। অবশেষে চিরপ্রতিদ্বন্দ্বীদের ছন্দপতনে আবারও এক নম্বরে ফেরার সুযোগ এসেছে লুইস এনরিকের দলের সামনে। গত বছরের ২০ আগস্ট লীগের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বার্সিলোনা। শুরুটাও হয় দুর্দান্ত, রিয়াল বেটিসকে ন্যুক্যাম্পে ৬-২ গোলে গুঁড়িয়ে উড়ন্ত সূচনা। পরের ম্যাচেও হাসিমুখে মাঠ ছাড়েন মেসি-সুয়ারেজ-নেইমাররা। তবে এ্যাথলেটিক বিলবাওর বিরুদ্ধে ১-০ গোলের ওই জয়ের পরও গোল ব্যবধানে লীগের শীর্ষস্থান হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর কেটে গেছে ছয়মাস, হারানো সে অবস্থান আর ফিরে পায়নি বার্সিলোনা। অবশেষে লম্বা সময় পর শীর্ষে ওঠার সুযোগ এসেছে বার্সিলোনার সামনে। ভ্যালেন্সিয়ার মাঠে ২-১ গোলে হেরে গেছে রিয়াল। যে কারণে বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধানটা ১-এ কমে এসেছে। যদিও এক ম্যাচ বেশি খেলেছে কাতালানরা। তবে এখন যে অবস্থা তাতে বার্সাও এককভাবে উঠে যেতে পারে তালিকার এক নম্বরে।
×