ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেই রাতে ঘুমাতে পারেননি শচীন

প্রকাশিত: ০৫:০২, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

সেই রাতে ঘুমাতে  পারেননি শচীন

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরির ইনিংসটি এসেছিল শচীন টেন্ডুলকরের ব্যাট থেকে। ২০১০ সালে গোয়ালিয়রে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দারুণ কীর্তি গড়ার পর সেদিন রাতে ঘুমাতে পারেননি ক্রিকেটের জীবন্ত এই কিংবদন্তি। নিজের আত্মজীবনী ‘প্লেয়িং মাই ওয়ে’তে এমনটাই জানিয়েছেন শচীন, ‘আমি সেই রাতে ভালভাবে ঘুমাতে পারিনি। আমার কক্ষটা মূল হোটেলের বাইরে ছিল আর তার বাথরুমটা প্রকা । বাইরে বেশ গাছপালা আর জমাট অন্ধকার। জায়গটা যেহেতু আমার পরিচিত ছিল না আর বাইরে কেমন যেন শব্দ হচ্ছিল। সত্যিই সে রাতটা সহজ ছিল না আমার জন্য। আর আমি সারারাতই বাথরুমের লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম।’ ওয়ানডে ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরির পর ভক্তদের প্রশংসায় ভাসছিলেন। পরিচিতজনদের মেসেজের জবাব দিতে রাত ২টা বেজে গিয়েছিল। গোয়ালিয়রে শচীনের জন্য যে কক্ষটা বুকিং করা হয়েছিল সেটা ছিল প্রধান বিল্ডিং থেকে কিছুটা দূরে। বলাই বাহুল্য, তাকে কোলাহল থেকে মুক্ত রাখতেই ছিল এমন ব্যবস্থা। কাঁচে ঢাকা জানালার ওপারে ঘুটঘুটে অন্ধকার, বাতাসে গাছের পাতার ঘষাঘষিতে ভিন্ন এক ধরনের আওয়াজ, শচীনের মনে হচ্ছিল জানালার ঠিক ওপাশে কেউ আছে।
×