ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টটেনহ্যামের বিদায়

প্রকাশিত: ০৫:০১, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

টটেনহ্যামের বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা ইউরোপা লীগ থেকে লজ্জাজনকভাবে বিদায় নিল টটেনহ্যাম হটস্পার। বৃহস্পতিবার শেষ ৩২-এর দ্বিতীয় লেগে জেন্টের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেও টুর্নামেন্ট থেকে ছিটকে গেল স্পার্শরা। কেননা প্রথম লেগে যে জেন্ট ১-০ গোলে হারিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম শক্তিশালী এই ক্লাবটিকে। এর ফলে সমষ্টিগতভাবে জেন্ট ৩-২ ব্যবধানে টটেনহ্যাম হটস্পারকে পরাজিত করে টুর্নামেন্টের শেষ ষোলোতে জায়গা করে নিল। টটেনহ্যাম হটস্পার বিদায় নেয়ার ফলে ইংলিশ প্রিমিয়ার লীগের একমাত্র দল হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নিল ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ ৩২-এ জোশে মরিনহোর দল সমষ্টিগতভাবে ৪-০ গোলে হারায় সেইন্ট এতিয়েনকে। জেন্ট ছাড়াও এদিন জয়ের দেখা পেয়েছে অলিম্পিয়াকোস, এ্যাপোয়েল নিস, বেসিকটাস, ভিয়ারিয়াল, আয়াক্স, লিঁও এবং সেল্টা ভিগো। ভিয়ারিয়াল এদিন জয়ের স্বাদ পেলেও প্রথম লেগে পিছিয়ে থাকার কারণে রোমার কাছে সমষ্টিগতভাবে ৪-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। তবে এদিন বড় অঘটনের শিকার হয়েছে স্পেনের ক্লাব এ্যাথলেটিক বিলবাও। এ্যাপোয়েল নিসের কাছে ২-০ গোলে হার মানে তারা। এর ফলে এ্যাপোয়েল নিস সমষ্টিগতভাবে ৪-৩ ব্যবধানে বিলবাওকে পরাজিত করে শেষ ষোলোতে জায়গা করে নেয়।
×