ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিউজিল্যান্ড-দ. আফ্রিকা এগিয়ে যাওয়ার লড়াই

প্রকাশিত: ০৫:০১, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

নিউজিল্যান্ড-দ. আফ্রিকা এগিয়ে যাওয়ার লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় ওয়ানডে আজ। প্রথম দুটি ম্যাচই ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। হ্যামিল্টনে ১ বল আগে ৪ উইকেটের নাটকীয় জয়ে এগিয়ে গিয়েছিল সফরকারী প্রোটিয়ারা, তবে ক্রাইস্টাচার্চের দ্বিতীয় ওয়ানডেতেই ৬ রানের জয়ে সমতায় ফেরে স্বাগতিক কিউইরা। ওয়েলিংটনে আজকের ম্যাচটা তাই দু’দলের জন্য এগিয়ে যাওয়ার লড়াই। আর মাত্র ৫ রান হলেই ওয়ানডেতে দ্রুত ৯ হাজার নতুন রানের রেকর্ড গড়বেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। বড় তারকার মাইলফলক সামনে রেখে এগিয়ে যেতে মরিয়া অতিথি শিবির। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে এবিবাহিনী, তৃতীয় স্থানে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। মাঠেও লড়াইটা হচ্ছে সেয়ানে-সেয়ানে। দ্বিতীয় ম্যাচে অপরাজিত ১০২ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক ১৭ সেঞ্চুরির রেকর্ড গড়েন অভিজ্ঞ রস টেইলর। তিনি পেছনে ফেলেন নাথান এ্যাস্টলকে। ৪ উইকেটে ২৮৯ রানের ফাইটিং স্কোর গড়ার পর প্রতিপক্ষকে ২৮৩তে থামিয়ে দিয়ে ৬ রানের চিত্তাকর্ষক জয় তুলে নেয় স্বাগতিকরা। কোচ মাইক হেসন বলেন, ‘বর্তমানে নিউজিল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান টেইলর। মিডল-অর্ডারের ভরসার প্রতীক সে।’ সিরিজের বাকি ম্যাচগুলোতেও তার কাছ থেকে এমন আরও দুর্দান্ত ইনিংস প্রত্যাশী তিনি, ‘ওর ব্যাটিং নৈপুণ্যেই দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতায় ফিরতে পেরেছি। নিউজিল্যান্ডকে লড়াই করার পুঁজি এনে দিয়েছিল সে। আশাকরি টেইলর পরের তিন ম্যাচেও বড় স্কোর গড়বে। সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই আমরা ওয়েলিংটনে খেলতে নামব। পাশাপাশি বোলিং বিভাগে আরও ভাল করতে হবে।’ প্রথম ওয়ানডে জিতেও লিড ধরে রাখতে পারেনি দক্ষিণ আফ্রিকা। তবে এবারও এগিয়ে যেতে মরিয়া প্রোটিয়ারা। দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় ম্যাচ জমিয়ে তোলা নবীন ডিন প্রিটোরিয়াস বলেন, ‘কোন একজন ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারলেই আমরা ম্যাচটা জিততে পারতাম। তবে আমাদের মনোবল আগের মতোই আছে। সবাই ম্যাচ জয়ের জন্য এখন মরিয়া। আবারও সিরিজে লিড নিতে চাই।’ ক্রাইস্টচার্চে বল হাতে ২ উইকেট নেয়ার পর ব্যাট হাতে মাত্র ২৭ বলে ৫০ রান করে সফরকারীদের জয়ের স্বপ্ন জাগিয়ে তুলেছিলেন প্রিটোরিয়াস। কিন্তু ৪৯তম ওভারের শেষ বলে আউট হওয়ায় সেটি আর পূরণ হয়নি। ২৭ বছর বয়সী ডানহাতি নিজেকে পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবেই দেখতে চান, ‘দলের জন্য সবকিছুতেই অবদান রাখতে চাই। একজন পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবেই খেলতে চাই আমি।’ হাঁটুর ব্যথা কাটিয়ে এই ম্যাচে ফিরছেন সাম্প্রতিক সময়ে প্রোটিয়াদের সফলতম পেসার কাগিসো রাবাদা।
×