ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পেছনে ফেললেন কুম্বলে ও কপিলকে

এক মৌসুমে ভারতের সেরা অশ্বিন

প্রকাশিত: ০৫:০১, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

এক মৌসুমে ভারতের  সেরা অশ্বিন

স্পোর্টস রিপোর্টার ॥ সাবেক লেগস্পিনার অনিল কুম্বলের হয়ত কষ্টই পাওয়া উচিত। কারণ এক মৌসুমে সর্বাধিক উইকেট শিকারে তার দেশীয় রেকর্ডকে পেছনে ফেলেছেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু এরপরও তৃপ্তি আর সন্তুষ্টির ঢেঁকুরই তুলবেন তিনি। কারণ ভারতের কোচ কুম্বলেরই তো শিষ্য এখন অশ্বিন। পুনেতে সফরকারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলমান প্রথম টেস্টের দ্বিতীয়দিনে আরেকটি মাইলফলক ছুঁলেন তিনি। ভারতের পক্ষে এক মৌসুমে সর্বাধিক উইকেট শিকারি হয়ে গেছেন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট শিকার করে। পেছনে ফেলেছেন বর্তমান কোচ অনিল কুম্বলের এক মৌসুমে ৬৪ উইকেট এবং কপিল দেবের ৬৩ উইকেট দখলের রেকর্ড। তাই এক মৌসুমের নৈপুণ্যে এখন ভারতের পক্ষে সর্বকালের সেরা বোলার অশ্বিন। অবশ্য বিশ্ব টেস্ট ইতিহাসে এই রেকর্ড এখনও দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনের কব্জায়। স্টেইন এক মৌসুমে সর্বাধিক ৭৮ উইকেট নিয়েছেন। ৬৭ উইকেট নিয়ে দুই নম্বরে এখন অশ্বিন। একের পর এক নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন অশ্বিন। একক অবস্থানে নিয়ে যাচ্ছেন নিজেকে। বাংলাদেশের বিরুদ্ধে মাত্র দুই সপ্তাহ আগেই হায়দরাবাদ টেস্টে করেছিলেন নতুন এক বিশ্বরেকর্ড। টেস্টের ইতিহাসে দ্রুততম ২৫০ উইকেট শিকারের রেকর্ড গড়ে পেছনে ফেলেন ইতিহাসের সব বোলারকে। এবার সফরকারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার কাছেই ভারতের প্রত্যাশা ছিল বেশি। প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করে চেপেও ধরেছিলেন অসি ব্যাটসম্যানদের। তবে দুটির বেশি উইকেট নিতে পারেননি। কিন্তু ছুঁয়ে ফেলেছিলেন এক মৌসুমে ভারতের পক্ষে দ্বিতীয় সর্বাধিক ৬৩ উইকেট শিকার করা কপিলকে। তিনি ১৩ টেস্টের ২৫ ইনিংসে ৬৩ উইকেট নিয়েছিলেন। শুক্রবার পুনে টেস্টের দ্বিতীয়দিনের শুরুতেই মিচেল স্টার্ককে সাজঘরে ফেরান অশ্বিন। ফলে কপিলকে পেছনে ফেলে কুম্বলের ১১ টেস্ট ও ২২ ইনিংসে ৬৪ উইকেট শিকারের রেকর্ডকে স্পর্শ করেন। প্রথম ইনিংসে ৩ উইকেটই ঝুলিতে পুরতে পেরেছেন এ অফস্পিনার। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০৫ রানেই গুটিয়ে যায় ভারত। মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়াম যে কি পরিমাণে স্পিনবান্ধব সেটা দেখিয়েছেন স্টিভ ও’কেফে। এ ঘূর্ণি বোলার নিয়েছেন ৬ উইকেট। এ কারণেই যেন অশ্বিন আরও উজ্জীবিত হয়ে উঠলেন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে। শুরু থেকেই হামলে পড়লেন। তার ঘূর্ণি ছোবলে প্রথমেই বিদায় নিলেন বিধ্বংসী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। আর এ উইকেট শিকার করে তিনি হয়ে যান ভারতের নতুন ইতিহাসের মালিক। এক মৌসুমে টেস্টে ভারতের পক্ষে সর্বাধিক উইকেট শিকারের মালিক হন। পরে শন মার্শ ও পিটার হ্যান্ডসকম্বকেও সাজঘরে পাঠান তিনি। অস্ট্রেলিয়ার পতন ঘটা ৪ উইকেটের মধ্যে তিনটিই অশ্বিনের দখলে। এখনও সুযোগ আছে নিজেকে আরও উঁচুতে নেয়ার। চলতি ইনিংসসহ ১০ টেস্টের ২০ ইনিংসের অশ্বিনের দখলে এক মৌসুমে ৬৭ উইকেট। সবার ওপরে থাকা স্টেইন ১২ টেস্টের ২৩ ইনিংসে নিয়েছিলেন ৭৮ উইকেট ২০০৭-০৮ মৌসুমে। চলতি ইনিংস ছাড়াও আরও তিনটি ইনিংস সুযোগ পাবেন অশ্বিন টেস্ট ইতিহাসে মৌসুমসেরা হওয়ার।
×