ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চৌহালীতে নির্মাণাধীন বাঁধে ধস

প্রকাশিত: ০৪:৫৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

চৌহালীতে নির্মাণাধীন বাঁধে ধস

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ যমুনার ভাঙ্গন রোধে সিরাজগঞ্জের চৌহালীতে ১০৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বাঁধের ৩৬ মিটার হঠাৎ ধসে গেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ধস শুরু হয়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ মিটারে। এদিকে বাঁধ ধসের ফলে যমুনা নদীর তীরবর্তী মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে ধস ঠেকাতে বালুবোঝাই জিও টেক্স বস্তা ফেলে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে টাঙ্গাইল পাউবো। চৌহালী সিরাজগঞ্জের সীমানা হলেও যোগাযোগ ব্যবস্থার কারণে বাঁধের নির্মাণকাজ দেখভাল করে টাঙ্গাইল পানি উন্নয়ন বিভাগ। পানি উন্নয়ন বোর্ড সূত্র এবং এলাকাবাসী জানায়, যমুনা নদীর ভাঙ্গনে বিপর্যস্ত চৌহালী উপজেলার পশ্চিম পাড়ের বাকি অংশ এবং টাঙ্গাইল জেলা রক্ষায় ১০৯ কোটি টাকা ব্যয়ে সাত কিলোমিটার তীর সংরক্ষণ প্রকল্পের কাজ ২০১৫ সালের ২৪ নবেম্বর শুরু হয়। প্রাথমিকভাবে মাটি ফেলে জিও টেক্স দিয়ে মুড়িয়ে পাথরের ড্রেসিং কাজ চলমান রয়েছে। হঠাৎ বৃহস্পতিবার বেলা ১১টায় যমুনা নদীর জাজুরিয়া খগেনের ঘাট অংশে ৩৬ মিটার ধসে যায়। বিলীন হয়ে যায় পাথরের বোল্ডার, মাটি রক্ষাকারী জিও টেক্স। তবে আকষ্মিক এ ধসের ফলে এলাকাজুড়ে সবার মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। বাঁধ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই এমন ভাঙ্গন কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলেছেনÑ বাঁধের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য এ ধস দেখা দিয়েছে। এ ব্যাপারে এলাকার মঞ্জুরুল হক, সবুজ মিয়া জানান, সর্বগ্রাসী যমুনাকে দমাতে বাঁধটি ছিল বহু দিনের দাবি। অবশেষে তা নির্মাণ শুরু হলেও তা বাঁধ এলাকা থেকে বালি উত্তোলনের ফলে তা বিলীন হচ্ছে। এদিকে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানিয়েছেন, তলদেশে ১৮ মিটার গর্তের সৃষ্টি হওয়ার জন্য এই ধসের মূল কারণ। এতে আতঙ্কের কিছু নেই। আগামী কয়েক দিনের মধ্যেই এর সংস্কার কাজ সম্পন্ন করা হবে।
×