ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৯ মাসেও গ্রেফতার হয়নি সাজাপ্রাপ্ত উপজেলা ভাইস চেয়ারম্যান

প্রকাশিত: ০৪:৫৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

৯ মাসেও গ্রেফতার হয়নি সাজাপ্রাপ্ত উপজেলা ভাইস চেয়ারম্যান

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৪ ফেব্রুয়ারি ॥ কুমিল্লার ৯ মাসেও গ্রেফতার হয়নি সাজাপ্রাপ্ত আসামি মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম। গত বছরের ২৭ জুন সাজা পরোয়ানার কপি আদালত থেকে বাঙ্গরাবাজার থানায় প্রেরণ করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে ওই আসামি প্রকাশ্যে বিভিন্ন সভা-সমাবেশে যোগদানসহ ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেফতার না করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, নগরীর রেইসকোর্স এলাকার ইউরো টাইলস এ্যান্ড স্যানিটারির স্বত্বাধিকারী নজির আহমেদ টাইলস সরবরাহের জন্য নগরীর পুলিশ লাইন সড়কের ঝাউতলা এলাকার জেরিন এন্টারপ্রাইজের মালিক ও মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামকে ১৩ লাখ টাকা প্রদান করেন। পরবর্তীতে টাইলস সরবরাহ না করে তিনি টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে টাকা ফেরতের জন্য চাপ সৃষ্টি করা হলে রফিকুল ইসলাম ২০১৩ সালের ৩ সেপ্টেম্বর নজির আহমেদকে ১৩ লাখ টাকার একটি চেক প্রদান করেন। ওইদিন টাকা উত্তোলনের জন্য ব্যাংকে গেলে হিসাবে টাকা না থাকায় চেকটি ডিজঅনার করা হয়। পরে টাকা ফেরত চেয়ে ওই বছরের ৭ অক্টোবর আইনজীবীর মাধ্যমে রফিকুল ইসলামের বরাবরে একটি উকিল নোটিস প্রেরণ করা হয়। এতেও টাকা ফেরত না পাওয়ায় ওই বছরের ১৩ নবেম্বর নজির আহমেদ বাদী হয়ে রফিকুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় গত বছরের ১৩ জুন কুমিল্লার প্রথম আদালতের যুগ্ম দায়রা জজ মোহাম্মদ ফারুক তাকে এক বছর বিনাশ্রম কারাদ- ও চেকে বর্ণিত ১৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ প্রদান করেন।
×