ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রভাব খাটিয়ে জমি দখল ॥ প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৪:৫৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

প্রভাব খাটিয়ে জমি  দখল ॥ প্রতিবাদে  সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ জেলা জজ আদালতে চাকরির প্রভাব খাটিয়ে এলাকার অসহায় মানুষের জমি দখল করে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। শুক্রবার বাগেরহাট প্রেসক্লাবের মীর জুলফিকার আলী লুলু অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার উৎকুল এলাকার হয়রানির শিকার বিথিকা আক্তার। এতে উল্লেখ করা হয়, বাগেরহাট সদরের উৎকুল গ্রামের মৃত আক্কাছ আলী হাওলাদারের ছেলে জেলা জজ আদালতে দুর্নীতির দায়ে বরখাস্ত হওয়া পেশকার আবুল কালাম আজাদ, তার ভাই জেলা নারী শিশু আদালতের স্টোনো গ্রফার আবু সাঈদ আদালতে চাকরি করার সুবাদে ভুয়া কাগজপত্র তৈরি করে জমি দখলসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে এলাকায় অসহায় একাধিক পরিবারকে। তাদের ভূমিদস্যুতার কারণে ২০-২৫টি পরিবার অসহায় জীবনযাপন করছে। তিনি বলেন, তাদের এই অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না আর যদিও কেউ করে তাহলে তাদের উপর হামলা ও মামলা দিয়ে হয়রানি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রেজোয়ান খান, শাহরাত শেখ, হুমাউন কবির প্রমুখ। এ বিষয়ে আবুল কালাম আজাদ জানান, আমাদের সঙ্গে বিথিকার আদালতে একটি দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে। এ কারণে সে আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।
×