ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেন্দুয়ায় পুলিশ-ছাত্রদল সংঘর্ষে আহত ২৫

প্রকাশিত: ০৪:৫৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

কেন্দুয়ায় পুলিশ-ছাত্রদল সংঘর্ষে আহত ২৫

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৪ ফেব্রুয়ারি ॥ কেন্দুয়া উপজেলায় পুলিশ ও জাতীয়তাবাদী ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষে ১৩ পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের মধ্যে পাঁচ এসআই, এক এএসআই ও সাত কনস্টেবল রয়েছেন। তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দুয়া পৌর শহরের আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় পুলিশ একটি মাইক্রোবাসসহ ছাত্রদলের ৮ নেতাকর্মীকে আটক করেছে। জানা গেছে, শুক্রবার স্থানীয় ছাত্রদলের উদ্যোগে কেন্দুয়া পৌর শহরের আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মী সমাবেশের আয়োজন করা হয়। পূর্বানুমতি না নিয়ে সমাবেশ আয়োজন করায় স্থানীয় থানা পুলিশ সেখানে গিয়ে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদল কর্মীরা বাদানুবাদে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে পুলিশ ছাত্রদল কর্মীদের ধাওয়া করলে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল হাসান আরিফসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। এতে উত্তেজিত হয়ে ছাত্রদল কর্মীরা সংঘবদ্ধভাবে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে। কর্মীদের ছোড়া ইট- পাটকেলে ১৩ পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। আহত পুলিশ সদস্যরা হলেনÑ এসআই সঞ্জয় সরকার, আল আমীন, আবদুল কাদের, ছামেদুল হক, আবুল বাশার, এএসআই হেলাল আহমেদ, পুলিশ সদস্য সুমন মিয়া, মিজানুর রহমান, জাকির হোসেন, সোহেল রানা, আবুল খায়ের, রকিবুল ইসলাম ও আবদুল কদ্দুস।
×