ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নদী তীরের মাটি কেটে নিচ্ছে ভূমিদস্যু ॥ হুমকিতে তুলসীখালী সেতু

প্রকাশিত: ০৪:৫৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

নদী তীরের মাটি কেটে নিচ্ছে ভূমিদস্যু ॥ হুমকিতে তুলসীখালী সেতু

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি ॥ কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর ইউনিয়নের লাকিরচর এলাকায় তুলসীখালী সেতু সংলগ্ন ধলেশ্বরী তীর ভূমির মাটি কেটে নিচ্ছে স্থানীয় ভূমিদস্যুরা। এতে হুমকির মুখে পড়েছে তুলসীখালী সেতু। জানা গেছে, মাস খানেক ধরে রোহিতপুর ইউনিয়ন নামধারী ক্ষমতাসীন দলের সোলায়মানজামান, ওয়াহেদুল হক, ৫নং ওয়ার্ড মেম্বার জুলফিকার ওরফে জলফু ও তাদের সহযোগী বশির মেম্বার, আবুল কালাম, শাহাবুদ্দিন মাস্টার, শরীফ, শাহাবুদ্দিন, জালাল, মিজান, আমীর মাস্টার, তার নাতি অনিক, অন্তরসহ বেশ কয়েকজন প্রভাবশালী ভূমিদস্যুরা ধলেশ্বরী নদীর তীর লাকির চর এলাকার মাটি কেটে নিয়ে বিক্রি করছে। এছাড়া তুলশীখালী সেতুর পিলারের নিচের মাটি কেটে নেয়ায় হুমকির মুখে পড়েছে সেতুটি। ভূমিদস্যুদের এলাকাবাসী একাধিকবার বাধা দিয়েও মাটি বিক্রি বন্ধ করতে পারছে না। বরং ভূমিদস্যুরা তাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা গেছে, ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রাকে করে নিয়ে যাচ্ছে। লাকির চরের বৃদ্ধ হাশেম আলী (৭০) জানান, প্রতিদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৫-৩০টি ট্রাকে পালাক্রমে মাটি কেটে নিচ্ছে। ধূলিময় হচ্ছে গোটা এলাকা। এতে করে ঘরে বসে নামাজ পড়া ও খাওয়া দাওয়া করতে সমস্যা হচ্ছে। শিশুরাও ভুগছে বিভিন্ন রোগে। এক মাস ধরে চলছে এসব কর্মকা-। লাকির চর আশ্রয়ণ প্রকল্পের সভাপতি আঃ সামাদ জানান, তাদের ছয় বার বাধা দিয়েছি। আমাকে ছয় বারই মারধর করেছে। তাছাড়া হুমকি তো আছেই। রোহিতপুর ইউনিয়নের সোলায়মানজামান জানান, কে বা কারা মাটি কাটছে আমি জানি না। মাস খানেক ধরে আমি ওই এলাকায় যাইনি। আমি অসুস্থ। তবে শুনেছি যারা মাটি কাটছে সেগুলো তাদেরই জমি। রোহিতপুর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল আলী জানান, নদীর তীরের মাটি কাটার বিষয়ে আমি একাধিকবার বাধা দিয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে বার বার জানিয়েছি। কিন্তু মাটি কাটা এখনও বন্ধ হয়নি।
×