ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলায় সাইনবোর্ড লেখার নির্দেশ মানা হচ্ছে না চট্টগ্রামে

প্রকাশিত: ০৪:৫৩, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

বাংলায় সাইনবোর্ড লেখার নির্দেশ মানা হচ্ছে না চট্টগ্রামে

উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সাইনবোর্ড এবং বিলবোর্ড বাংলায় লেখার বিধান থাকলেও চট্টগ্রামে তা মানা হচ্ছে না। সাইনবোর্ড থেকে শুরু করে সবকিছুতেই ইংরেজীর আধিক্য রয়েছে, এতে অবহেলিত মাতৃভাষা বাংলা। সাইনবোর্ড ও ব্যানার বাংলায় লেখার জন্য ২০১৪ সালে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছিল উচ্চ আদালত। নির্দেশনা যেমন বাস্তবায়ন হয়নি, তেমনি মাঠপর্যায়ে বিষয়টি তদারকি করতে উদ্যোগী হতে দেখা যায়নি সরকারী বা বেসরকারী কোন সংস্থাকে। এক্ষেত্রে নগরীর বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট ব্যাংকসহ সব জায়গাতেই ছড়াছড়ি ইংরেজী সাইনবোর্ডের। সাংস্কৃতিক, আত্মচেতনার অভাব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও আইনের প্রয়োগ করা যাচ্ছে না বলে অভিযোগ করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ অধ্যাপক কবি ময়ূখ চৌধুরী। এর মাঝে নগরীতে থাকা সব ধরনের সাইনবোর্ডে বাংলা লেখার জন্য এক মাসের আল্টিমেটাম দিয়ে গত ৫ ফেব্রুয়ারি বিশেষ নির্দেশনা জারি করে সিটি কর্পোরেশন। কিন্তু আল্টিমেটামের নির্ধারিত সময় ঘনিয়ে আসলেও সাইনবোর্ড পরিবর্তনের কোন তোড়জোড় নেই বললেই চলে। নগরীতে ছোট বড় মিলিয়ে ৫০ হাজারের বেশি সাইনবোর্ড রয়েছে। -স্টাফ রিপোর্টার
×