ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যানবাহন চলাচল বন্ধ স্থানীয়রা ক্ষুব্ধ

নারায়ণগঞ্জে নির্মিত সার্ভিস লেনটি এখন অবৈধ দখলে

প্রকাশিত: ০৪:৫৩, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জে নির্মিত সার্ভিস লেনটি এখন অবৈধ দখলে

মোঃ খলিলুর রহমান, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-শিমরাইল সড়ক ঘেঁষে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত সার্ভিস লেন (রিক্সা লেন) সড়কটি এখন ব্যবসায়ীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দখলে চলে গেছে। ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ কার্যালয়ের সামনে থেকে সুমিলপাড়ায় সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয় পর্যন্ত নির্মিত এ সড়কটির বিভিন্ন স্থানে কোন অস্থিত্বই নেই। সিদ্ধিরগঞ্জ নির্মাণাধীন বিদ্যুত কেন্দ্রের সামনে কাঁটা তারের বেড়া দিয়ে রাস্তাটি দখল করে রাখা হয়েছে। এতে এ সড়কটি এখন আর যানবাহন চলাচল করতে পারছে না। ফলে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের ব্যয় করা প্রায় ৩ কোটি টাকা শুধুই অপচয় হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। এতে স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করেছে। জানা গেছে, নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-শিমরাইলটি অত্যন্ত ব্যস্ততম সড়কে পরিণত হয়েছে। দিন দিন এ সড়কে যানবাহন চলাচল বেড়েই চলছে। ফলে এ সড়ক দিয়ে ঢাকা-আদমজী, ঢাকা-আইইটি স্কুল-নারায়ণগঞ্জ ও শিমরাইল-নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন যাত্রীবাহী বাস, মিনিবাস, অসংখ্য ট্যাঙ্কলরি, দুরন্ত, লেগুনা, টেম্পো, বেবি, সিএনজি, অটোরিক্সাসহ শত শত যানবাহন চলাচল করছে। আদমজীতে গড়ে উঠেছে ইপিজেড। ইপিজেডে বর্তমানে ৫০ হাজার শ্রমিক কাজ করছে। ইপিজেডের শ্রমিক ও মালামাল বহনকারী যানবাহন এ সড়ক দিয়েই চলাচল করছে। সবমিলে দুই লেনের সড়কটি এখন যানজটের সড়কে পরিণত হয়েছে। প্রায় সময় এ সড়কের বিভিন্ন স্থানে যানজট লেগেই আছে। এ সড়কের যানজটের কথা চিন্তা করে উচ্চমহলের নির্দেশে সড়ক ও জনপথ বিভাগ নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়ক ঘেঁষে সার্ভিস লেন (রিক্সা লেন) সড়কটি নির্মাণ করে। সওজ সূত্রে জানা যায়, গত ৭-৮ বছর আগে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সাড়ে ৭ কিলোমিটার সার্ভিস লেন রাস্তা নির্মাণের সিদ্ধান্ত গৃহিত হয়। কিন্তু পরবর্তীতে ৩ কোটি টাকা ব্যয়ে শিমরাইলের ডিপিডিসির এনওসিএস কার্যালয়ের (বিদ্যুত অফিস) সামনে থেকে সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয় (সুমিলপাড়া) পর্যন্ত ১২ ফুট চওড়া ও ৩ কিলোমিটার দীর্ঘ সার্ভিস লেন (রিক্সা লেন) নামে সড়কটি নির্মাণ করা হয়। যার উদ্দেশ্য ছিল শিমরাইল-আদমজী ইপিজেড-নারায়ণগঞ্জ সড়কে চলাচলরত রিক্সা, ভ্যান ও সাইকেলসহ ননমোটর বিশিষ্ট যানবাহনসহ ছোট ধরনের যানবাহন সার্ভিস লেন দিয়ে চলাচল করবে। সড়কটি নির্মাণ করার পর কিছুদিন যানবাহন চলাচল করা সুযোগ পেয়েছিল। কিন্তু চালু হওয়ার কিছুদিন পর থেকেই রাস্তাটি কোন কাজেই আসেনি। রাস্তটি নির্মাণের পর থেকে চলে গেছে অবৈধ দখলদারদের কবলে। যতটুকু রাস্তা অস্থিত্ব আছে ততটুকুও ব্যবহার করছে রাস্তার পাশের অবৈধভাবে গড়ে ওঠা দোকানি ও বিদ্যুত কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা। দোকানদাররা রিক্সা লেনটিকে অবৈধভাবে দখল করে রাখায় কোন রিক্সা, ভ্যানগাড়ি ওই সড়কটি দিয়ে চলাচল করতে পারছে না। রিক্সা ও ভ্যানগাড়িগুলোকে চলতে হয় সড়কের প্রধান অংশ দিয়ে। ফলে প্রধান সড়ক দিয়ে রিক্সা, ভ্যান ও সাইকেল দিয়ে চলাচল করতে গিয়ে অনেকেই সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন। সরেজমিনে দেখা যায়, রংধুন সিনেমা হল সংলগ্ন, আটি, সিদ্ধিরগঞ্জপুল এলাকার পুরো রাস্তাটি ব্যবসায়ীদের দখলে চলে গেছে। সিদ্ধিরগঞ্জ বিদ্যুত কেন্দ্রের এলাকায় সার্ভিস লেন সড়কটি নির্মাণাধীন বিদ্যুত কেন্দ্রের অংশটুকু কাঁটা তারের বেড়া দিয়ে আটকিয়ে দেয়া হয়েছে। ওই অংশে রাস্তার কোন অস্থিত্বই দেখা যায়নি। পাকা অংশ মাটির নিচে ঢেকে গেছে। ইপিজেড গেট এলাকার রাস্তাটির কোন অস্থিত্ব নেই। ইপিজেড কর্তৃপক্ষ ও প্রধান ফটকের পাশে রাস্তাটি বেড়া দিয়ে আটকিয়ে দিয়েছে। এছাড়া আদমজী এলাকায়ও রাস্তাটি ব্যবসায়ীদের দখলে রয়েছে। সরেজমিন গিয়ে আরও দেখা যায়, রাস্তার কোথাও ‘স মিলের’ কাঠ এবং ফার্নিচারের কাঠ ফেলে রাখা হয়েছে। কোন কোন স্থানে সড়কটি দখল করে এখন গাড়ির গ্যারেজে বানিয়ে ফেলেছে। রাস্তায় রাখা হয়েছে চুন ফ্যাক্টরির জন্য চুনা পাথর। এছাড়াও রাস্তার ওপর স্টিলের আলমারি, আলমারি তৈরির সরঞ্জাম ও বিভিন্ন দোকানের পণ্য রাখা হয়েছে। এভাবে পুরো রাস্তাটি চলে গেছে অবৈধ দখলদাররা। ফলে কোন কাজেই আসছে না প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত সার্ভিস লেনটি। মিজমিজির বাসিন্দা আয়েশা আক্তার জানান, আমার দু’সন্তান বিউবো স্কুলে লেখাপড়া করে। প্রায় প্রতিদিনই সকালে এসেই দেখতে পাই রাস্তায় প্রচ- যানজট। ফলে এক কিলোমিটার রাস্তা সন্তানদের নিয়ে হেঁটেই যেতে হচ্ছে। অথচ যদি সার্ভিস লেনটি সচল থাকত তবে রিক্সা দিয়ে নির্বিঘেœ যেতে পারতাম। সার্ভিস লেনটি দখল করে রাখায় স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করেছে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সড়ক উপ-বিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী আসফিয়া সুলতানা জানান, এ সার্ভিস লেন সড়কটি শীঘ্রই উচ্ছেদ কার্যক্রম চালানো হবে। সড়কটিতে যত অবৈধ স্থাপনা আছে সেগুলো উচ্ছেদ করা হবে। সওজের জায়গা হলে কোন স্থাপনাই থাকবে না।
×