ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ড্রাইভিং প্রশিক্ষণ ইনস্টিটিউট

প্রকাশিত: ০৪:৫২, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ড্রাইভিং প্রশিক্ষণ ইনস্টিটিউট

স্টাফ রিপোর্টার ॥ অনুমোদন ছাড়াই রাজধানীতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ড্রাইভিং প্রশিক্ষণ ইনস্টিটিউট। এসব ইনস্টিটিউশনে না আছে অনুমোদিত প্রশিক্ষক, না আছে প্রশিক্ষণের জায়গা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, কর্তৃপক্ষের অবহেলার কারণেই এসব ইনস্টিটিউট মালিকরা প্রশিক্ষণের নামে হাতিয়ে নিচ্ছেন অর্থ। কোন রকমে প্রশিক্ষণ দিয়ে ব্যক্তির গায়ে লাগিয়ে দিচ্ছে চালকের তকমা। যার ফলে কোনভাবেই কমছে না সড়ক দুর্ঘটনা। বিষয়টি জেনেশুনেও নিজেদের দায় এড়াতে বরাবরের মতোই কর্তৃপক্ষ বলছেন নজরদারি রয়েছে। লাইসেন্স নেই, শিক্ষা নেই তবুও তিনি প্রশিক্ষক। নিজের একটি অবৈধ প্রশিক্ষণ ইনস্টিটিউটও রয়েছ তার। আর রাজধানীর ব্যস্ত সড়কে ফিটনেসবিহীন গাড়ি দিয়ে এভাবেই প্রতিনিয়ত প্রশিক্ষণ দেন তিনি।
×