ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ড্রেন আর ফুটপাথ নির্মাণের বলি হচ্ছে কয়েক শ’ গাছ

প্রকাশিত: ০৪:৫২, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

ড্রেন আর ফুটপাথ নির্মাণের বলি  হচ্ছে কয়েক শ’ গাছ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পল্লবীতে ড্রেন আর ফুটপাথ নির্মাণের জন্য প্রায় কয়েক শ’ গাছ কাটার উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় অর্ধশত গাছ কেটে ফেলা হয়েছে। এ অবস্থায় মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা পরিবেশবিদদের। আর গাছগুলো বাঁচিয়ে রেখে বিকল্পভাবে উন্নয়নের দাবি স্থানীয়দের। কংক্রিটের জঞ্জালে আবৃত ঢাকায় যে দিকে চোখ যায় শুধুই ইট পাথরের উঁচু নিচু অগোছালো ভবনের ছবি। নগরীর এই বিশাল জমিনে খুব একটা জায়গা হয়নি প্রকৃতির অন্যতম উপাদান বৃক্ষের। শহরটিতে যে সামান্য সংখ্যক গাছ দেখা যায় তার উপরও নিত্য চলে অত্যাচার। সম্প্রতি এমন দৃশ্যই দেখা গেল রাজধানীর পল্লবী এলাকায়। যেখানে ফুটপাথ আর ড্রেন নির্মাণের জন্য কয়েক শ’ গাছ কাটার উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় অর্ধশত গাছ কেটে ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এমবিইএল। প্রতিষ্ঠানটির কর্মকর্তা জানালেন, সিটি কর্পোরেশনের অনুমতি নিয়েই তারা এ কাজ করছেন। এ রকম ১৪ সড়কেই নাকি চলবে এমন গাছ নিধন। স্থানীয়রা বলছেন, যে গাছ মানুষকে বেঁচে থাকতে সহায়তা করে উন্নয়নের নামে এভাবে তা কেটে ফেলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান বলেন, ‘এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। পরিবেশের উন্নয়নের স্বার্থে এই গাছগুলোকে রেখে উন্নয়নমূলক কাজ করতে হবে।’ প্রধান নির্বাহী জানালেন, ড্রেন নির্মাণের প্রয়োজনে দুই একটি গাছ কাটা হচ্ছে। কিন্তু বাস্তব চিত্র হচ্ছে, হারুন মোল্লাহ ঈদগাহ মাঠের এই সড়কটির সব গাছই কেটে ফেলা হয়েছে।
×