ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাহিত্যচর্চায় ভাটা ॥ কমছে প্রকাশনা

প্রকাশিত: ০৪:৫১, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

সাহিত্যচর্চায় ভাটা ॥ কমছে প্রকাশনা

গাইবান্ধার সাহিত্য অঙ্গনে ১৯৫৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সাহিত্য চর্চায় প্রকাশিত লিটল ম্যাগাজিন অনন্য ভূমিকা রেখেছে। লিটল ম্যাগাজিনের স্মৃতিচারণায় দেখা যায়, গাইবান্ধায় ১৯৬৯ সাল থেকে এ পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যায় লিটল ম্যাগাজিন প্রকাশিত হয়েছে। এর মধ্যে ছড়া এবং কবিতা নির্ভর লিটল ম্যাগাজিনের সংখ্যাই অপেক্ষাকৃত বেশি। এগুলোর মধ্যে রণজিৎ চাকী ও হেনা ইসলাম সম্পাদিত উত্তর মেঘ, খেলাঘর। আবু জাফর সাবুর সম্পাদনায় দোলনচাঁপা, খেলাঘর, আসর। প্রকাশিত ছড়া কবিতার সঙ্কলন দোলনচাঁপা, সাত ভাই চম্পা, বৈশাখী পঙক্তিমালা, টাপটুপ, মুখপত্র, গাইবান্ধা পৌর পরিক্রমা, সুরবানী সংসদ ম্যাগাজিন, গাইবান্ধা প্রেসক্লাব প্রকাশনা চিহ্ন ও সাঁকো প্রকাশিত হয়। তদুপরি আবু জাফর সাবুর সম্পাদনায় বক্তব্যধর্মী ছড়া নিয়ে ঋতুভিত্তিক দ্বিমাসিক ছড়া সঙ্কলন ‘ইষ্টিকুটুম’-এর ১২টি সঙ্কলন প্রকাশিত হয়। এর প্রথম সংখ্যাটি প্রকাশিত হয় ১৩৮৬ সালের জৈষ্ঠ্য মাসে। ১৩৮৭ সালের কার্তিক পর্যন্ত এর প্রকাশনা অব্যাহত ছিল। সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীরের মানুষ। আতিকুর রহমানের লাল ফাল্গুন, সরোজ দেবের বজ্রবেণু, শতদল, শহীদ স্মরণিকা, শহীদ শ্বেতপত্র, স্মরণিকা পত্র, শ্রাবণী, লাল গোলাপের জন্য, নান্দনিক, শব্দ, স্বর্গজাত ফুল, আমরা ক’জনা বিদ্রোহী সূর্যকনা, স্বজন শব্দাবলী, শতাব্দী, প্রাণেশ্বরীর মাচান, সংশপ্তক, সূর্যকণা, আফতাব হোসেনের সম্পাদনায় পদক্ষেপ এবং আফতাব হোসেন ও সরোজ দেবের সম্পাদনায় নতুন ফসল। সৈয়দ সাইফুল আলম তরুর সম্পাদনায়- অঙ্গীকার। মোজহারুল ইসলামের প্রবাহ, আমজাদ হোসেনের কচিকাঁচার মেলা, সফু শামীমের পলাশ প্রত্যয়ী, মোস্তাফিজুর রহমানের রক্ত মুকুল, মাহমুদ হাসান ও আশরাফুল আলমের অক্ষর সৈনিক, গোলাম কিবরিয়া পিনুর বাহান্নের রক্ত ঝরা পথ, বুকের প্রদাহ, রক্তের ব্যঞ্জনা, মোহনা, বিক্ষুব্ধ স্বদেশ, তর্জন গর্জন, জিয়াউর রহমান সেলিমের উল্লাস, অরুণ, হাবিবুর রহমান আহমেদের নীলমনি, আসম রুহুল হক নান্নুর মেঘনা, নিনাদ, প্রবণ কুমার বকসীর অমর একুশ, শহীদুজ্জামান শহীদের রাঙ্গা পলাশ, ঝরাপাতা, ইকরি মিকরি, বাণী, কিচিরমিচির, পলাশ ফোটার এ দিনে, লাল পলাশের বনে, মুক্ত কপোত, সমীর মজুমদারের রবীন্দ্র স্মরণিকা, দিগন্ত হাসানের ক্ষুধা, দিনা লাকি মনির বহেনা সুবাতাস, মকছুদার রহমান শাহানের অঙ্গীকার, আবুল হাসান শামসুদ্দিন, সেলিনা সাঈদ ও শাক্য সিংহ গোস্বামীর সেতু, মাহাবুবুর রহমান কাদেরীর আবাহন, পীযূষ কান্তি অধিকারী ও এসএম রেজাউল করিমের অঙ্কুুর, অমিতাভ দাশ হিমুনের ভালবাসা, বিকেলে ভোরের ফুল ও ছড়া কার্ড মৌটুসীর একাধিক সংখ্যা প্রকাশিত হয়। সেকেন্দার আযম আনাম ও শাহাদৎ হোসেন লাকুর, মনতা, মুকতিহরণ সরকারের কিংবদন্তি, কামারপাড়া, সুধীন্দ্র নাথ সরকারের সোনালি সূর্য, রুহুল ইসলাম আযমের শুভেচ্ছা ও কল্পলতা সংস্থা, দেবাশীষ দাশ দেবুর রৌদ্রের রং, সুলতান উদ্দিন আহমেদের প্রতিধ্বনি ও ইলশেগুড়ি, শাহিনুর রহমান মল্লিকের কৌমুদী। জহুরুল কাইয়ুমের চৌকা, আকতার হোসেন বেলালের মিষ্টি ছন্দের বৃষ্টি, দেবাশীষ দাস দেবুর কাটুসকুটুস, আশিকুর রহমান ইমনের মরীচিকা, লাসেন খান রিন্টুর ইকরি মিকরি, মাহবুবর রহমান কাদেরীর টুঙ্কার, সিদ্দিক আলম দয়ালের সাত রং, খুরশিদ বিন আতা খসরুর কষ্ট, ছড়া কার্ড গদির মায়া ছাড়ুন, ছড়া সঙ্কলন লাভা এবং ছড়ার বই ‘ঘাঘট পাড়ের ছড়া’ ও ‘হেই হুস হুস হেই হুঁশিয়ার’। এ ছাড়া সিদ্দিক আলম দয়ালের সাত রং, লাসেন খান রিন্টু ও সিদ্দিক আলম দয়ালের চাটনী, মোমিনুল আযম সবুজের ঝিলমিল, এনামুল কবির রূপমের চিমটির তিনটি সংখ্যা, ইন্দ্রজিৎ সরকারের ছন্দ, শিবলী সুহান লিপুর এমন যদি হতো ও চাঁদমুখ। এই সময়কালে প্রকাশিত রজতকান্তি বর্মণের সাহিত্য সঙ্কলন আলাপন, অনুসন্ধান, জলসিঁড়ি, স্বজন শব্দ, কথা, মৃগয়ারকালে এস্তা হরিণী, প্রেম এবং ধুলোবেলা কবিতা পত্রের একাধিক সংখ্যা প্রকাশিত হয়। মানিক বাহারের- মোহনা ও ধ্বনি, শাহ আলম বাবলু ও পিটু রশিদের মুখ, কায়সার রহমান রোমেল ও আশিকুর রহমান ইমনের পথিকৃৎ, মামুন মিজানের সবুজ পাতা, কিংশুক ভট্টাচার্য ও ইন্দ্রজিৎ সরকারের ছন্দ, মতলু মল্লিকের শব্দ মিছিল, সাধন চন্দ্র বর্মণের জোঁক ও বাঁশি, সেলিম মোল্লার ছড়ার গাড়ি, ফয়সাল সাকিদার আরিফের জয়ধ্বনি। এসব লিটল ম্যাগাজিনে লেখালেখি করেই গাইবান্ধার অনেকে জাতীয় পর্যায়ে পরিচিত অর্জন করেছে। তদুপরি গাইবান্ধার অনেক লেখকের ছড়া এবং পদ্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রকাশিত লিটল ম্যাগাজিন এবং জাতীয় পত্রপত্রিকায় যথেষ্ট গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলো নজরুল আব্বাস, ইবনে সিরাজ, মশিয়ার রহমান খান, আবু জাফর সাবু, মুক্তি হরণ সরকার, রণজিৎ চাকী, আতিকুর রহমান আলম, গোবিন্দলাল দাস, মাছুদার রহমান রোমেল, দেবাশীষ দাশ দেবু, গোলাম কিবরিয়া পিনু, জহুরুল কাইয়ুম, অমিতাভ দাশ হিমুন, সুলতান উদ্দিন আহমেদ, মোমিনুল আজম সবুজ, এনামুল কবির রুপম, মমতাজ বেগম রেখা, পাভেল ইসলাম, সঞ্জীবন কুমার, শামীম মাহবুব। Ñআবু জাফর সাবু, গাইবান্ধা থেকে
×