ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বীকৃত প্রামাণ্য দলিল

প্রকাশিত: ০৪:৫১, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

স্বীকৃত প্রামাণ্য দলিল

লোকজ সাহিত্য-সংস্কৃতির উর্বর জনপদ কিশোরগঞ্জ জেলায় পত্র-পত্রিকার প্রচলন সাংস্কৃতিক ঐতিহ্যের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ। ১৩টি উপজেলা নিয়ে গঠিত এ জেলায় স্বাধীনতা-উত্তর সময়ের ধারাবাহিকতায় এখান থেকে অনেক সাপ্তাহিক, পাক্ষিক, মাসিকসহ হালে একাধিক দৈনিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। তবে মননশীল সাহিত্যচর্চা বিকাশের লক্ষ্যে ভাষার মাসসহ বিভিন্ন সময়ে ইস্যুভিত্তিক ছোট কাগজ ও সাহিত্য সঙ্কলন প্রকাশিত হয়েছে। ১৯৫২ সালে গুরুদয়াল সরকারী কলেজের তৎকালীন ইংরেজী বিভাগের অধ্যাপক হাবিবুর রহমানের সম্পাদনায় ‘মাসিক প্রতিভা’ সাহিত্যপত্রের মাধ্যমে প্রকাশনা শুরু হয়। এরপর ১৯৭৬ সালে সৈয়দ আজিজুল বারী ও সুবীর বসাকের যৌথ সম্পাদনায় ট্যাবলয়েড সাইজে ‘উত্তরণ’ পত্রিকা প্রকাশ পায়। ৭০ দশকের মাঝামাঝি সময়ে মিজানুর রহমানের সম্পাদনায় ট্যাবলয়েড ‘বাতায়ন’ পত্রিকার কয়েকটি সংখ্যা প্রকাশ পায়। অপরদিকে ২০১০ সাল পর্যন্ত জেলা ও বিভিন্ন উপজেলা থেকে যে সকল সাহিত্যপত্র ও সঙ্কলন পাঠক মহলে সমাদৃত হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-কবি আবিদ আজাদ সম্পাদিত ‘সংবর্ত’ আজিজুল হক এরশাদ সম্পাদিত ‘ইদানীং’, এখলাস উদ্দিন আহম্মদ সম্পাদিত ‘রক্তজ’, রেজাউর রহমান সম্পাদিত ‘রক্তজ্বালা’, শফিকুল মবিন সম্পাদিত ‘পলাশের পলাশী’, কবি আশুতোষ ভৌমিক সম্পাদিত ‘বিস্ফোরণ’ ও ‘বিন্যাস’, আবু বকর সিদ্দিক হিরো সম্পাদিত ‘সরণি’ ও ‘পোস্টার’, জাহাঙ্গীর আলম জাহান সম্পাদিত ‘ফিনকি’, শাহ আজিজুল হক সম্পাদিত ‘নিনাদ’ ও ‘ঝড়ের খেয়া’, মু আ লতিফ সম্পাদিত ‘শতদল’, করিমগঞ্জ থেকে কফিল আহমেদ সম্পাদিত ‘শব্দমিছিল’, অনামিকা রেজা রোজী সম্পাদিত ‘নদী’, বাবুল রেজা সম্পাদিত ‘ঈক্ষণ’ ও ‘শব্দ¯্রােত’, শেখ মাসুদ ইকবাল সম্পাদিত ‘মালঞ্চ’ ও ‘রূপসী বাংলা’, বাজিতপুর থেকে মোহাম্মদ আশরাফ সম্পাদিত ‘চেতনায় স্বদেশ’, মানিকুজ্জামান মনির সম্পাদিত ‘অবেলা’ ও ‘বুনন’, আহমেদ উল্লাহ সম্পাদিত ‘জনক’, কটিয়াদী থেকে মেরজা রাহীম সম্পাদিত ‘দীপন’ ও ‘দূরত্ব’, নূরে মালেক সম্পাদিত ‘কল্পচিত্র’, সৈয়দ এনাম-উল-আজিম সম্পাদিত ‘জাগরণ’, বিজন কান্তি বণিক সম্পাদিত ‘নতুন দিনের ডাক’ ও ‘সূর্যজ্বালা’, বাঁধন রায় সম্পাদিত ‘সুবর্ণরেখা’, শওকত কবীর কাজল সম্পাদিত ‘জলটুঙ্গি’, সামিউল হক মোল্লা সম্পাদিত ‘দ্যোতনা’, শফিকুল ইসলাম দুলাল সম্পাদিত ‘নবঅঙ্কুর’, বাসিরুল আমিন সম্পাদিত ‘চন্দ্রাবতী,’ আফরোজা সুলতানা সোমা ও মাহবুবা খান দীপান্বিতা সম্পাদিত ‘চন্দ্রদীপ’, মাজহার মান্না সম্পাদিত ‘অনুশীলন’ ও ‘সময়স্রোত’, প্রিন্স রফিক খান সম্পাদিত ‘আলোকিত কিশোরগঞ্জ’, ফয়সাল আহমেদ সম্পাদিত ‘উত্থান’ ও ‘কিশলয়’, রেজাউল হাবীব রেজা সম্পাদিত ‘নীলকণ্ঠ’ ‘প্রতিধ্বনি’ এবং ‘নবতরঙ্গ’, শফিকুল ইসলাম উচ্ছ্বাস সম্পাদিত ‘কাব্যকথা’, হারুন আল রশিদ সম্পাদিত ‘খামচা’, সেলিম পারভেজ সম্পাদিত ‘উষসী’, তাড়াইল থেকে ছাদেকুর রহমান রতন সম্পাদিত ‘তাড়াইল বিচিত্রা’ ও ‘মেঠোপথ’, তানভীর আহমেদ সম্পাদিত ‘ৎ’, মীর হেলাল সম্পাদিত ‘কাশফুল’, ‘মস্তোফা জামাল জানী সম্পাদিত ‘মুক্তকথা’, করিমগঞ্জ থেকে আলী আকবর সম্পাদিত ‘উঠোন’, মামুন উজ্জ্বল সম্পাদিত ‘আগুয়ান’, আলী আকবর, নজির আহমেদ ও শাহজাহান সাজু সম্পাদিত ‘লোকালোক’, ইটনা থেকে শামীম রেজা সম্পাদিত ‘অনির্বাণ’, নিকলী থেকে শফিকুল ইসলাম সম্পাদিত ‘চৌমাত্রা’, অষ্টগ্রাম থেকে নজরুল ইসলাম সাগর সম্পাদিত ‘রক্তিম সূর্য’। -মাজহার মান্না, কিশোরগঞ্জ থেকে
×