ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসী দল বিএনপি

প্রকাশিত: ০৪:৫০, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

সন্ত্রাসী দল বিএনপি

দু’বছর আগে লাগাতার পেট্রোলবোমা মেরে মানুষকে পুড়িয়ে হত্যাকা- পরিচালনার সময় বিএনপি দেশের অন্যতম একটি প্রধান রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও বর্তমানে তার কর্মকা- বিশ্লেষণ করে আজ বিদেশের আদালত দলটিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়েছে। বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছে কানাডার ফেডারেল কোর্ট। বিএনপির সদস্য হওয়ার কারণে একজন বাংলাদেশী নাগরিকের রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ করে দেয়ার বিরুদ্ধে দায়ের করা জুডিশিয়াল রিভিউর আবেদন নিষ্পত্তি করতে গিয়ে ইমিগ্রেশন কর্মকর্তার সিদ্ধান্তকে বহাল রেখে বিচারক ওই মন্তব্য করেন। বিএনপির সদস্য হওয়ায় তাকে কানাডায় প্রবেশের অনুপযুক্ত হিসেবে ঘোষণা করে বলা হয়- ‘বিএনপি সন্ত্রাসী কাজে লিপ্ত ছিল, লিপ্ত আছে বা লিপ্ত হবে এটি বিশ্বাস করার যৌক্তিক কারণ আছে। এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিতে গিয়ে সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্মকর্তা কানাডার ক্রিমিনাল কোডের ধারা তুলে ধরে বলেন, ‘বিএনপির ডাকা হরতাল বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ক্ষতিকর প্রভাব ফেলে। বিএনপি কর্মীদের হাতে মালামালের ক্ষয়ক্ষতি ছাড়াও মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা ঘটে। আমি লক্ষ্য করেছি, অতীতে কোন কোন ঘটনায় বিএনপির নেতৃত্ব নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে এবং সন্ত্রাসী তৎপরতার নিন্দা করেছে। কিন্তু বিএনপির দাবি দাওয়া সরকারকে মানতে বাধ্য করতে লাগাতার হরতালের কারণে সৃষ্ট সহিংসতা প্রমাণ করে এটি নিয়মতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ প্রতিবাদের বাইরে চলে গেছে।’ বর্তমানে জনগণের রাজনীতি তথা গণতন্ত্রের রাজনীতির সঙ্গে বিএনপি কর্তৃক মানুষ পুড়িয়ে মারার বর্বরতার ন্যূনতম কোন সম্পর্ক নেই। গণতান্ত্রিক রাজনীতির ভিত্তি হলো জনসমর্থন, লক্ষ্য হলো জনকল্যাণ। জনগণকে অগ্নিদগ্ধ করে, জনমনে আতঙ্ক সৃষ্টি করে আর যাই হোক জনসমর্থন অর্জন করা যায় না। সন্ত্রাস গণতন্ত্রের মহাশত্রু। রাজনৈতিক দল হচ্ছে গণতন্ত্রের বাহন। গণতন্ত্রের দোহাই দিয়ে ধারাবাহিকভাবে প্রকাশ্য ও চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকা- চালালে রাজনৈতিক দলকে সন্ত্রাসী দলই বলতে হয়। ওই ধারাবাহিক অপরাধ কি মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে না! স্মরণযোগ্য জাতিসংঘ মানবাধিকার কমিশন যানবাহনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারায় উদ্বেগ প্রকাশ করেছিল। এটা আমাদের স্মরণে রাখতে হবে আজ বহির্বিশ্বে বিএনপি সম্পর্কে যে সিদ্ধান্ত প্রচারিত হচ্ছে তাতে দলটির ভাবমূর্তি তলানিতে এসে ঠেকেছে। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, এই দলটির নেতৃত্বাধীন জোট দেশের সরকার পরিচালনা করেছে। একই দল যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছে, স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে গাঁটছড়া বেঁধে দেশটির সর্বনাশ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। ভবষ্যিতে তাই এই দলটির প্রতিটি কর্মকা- সন্দেহের চোখে দেখাটাই হবে স্বাভাবিক। সন্ত্রাসীর সবচেয়ে বড় পরিচয় সে সন্ত্রাসী, তেমনি সন্ত্রাসী দলেরও পরিচয় হলো সেটি রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দল। এই দলের ব্যাপারে জনতাকে সদা সতর্ক থাকতে হবে। তাদের সমর্থন করা মানেই দেশের সর্বনাশ ডেকে আনা, এ কথাটি ভুললে বড় ক্ষতি হয়ে যাবে।
×