ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলকাতায় নব নির্মিত শহীদ মিনার উদ্বোধন

প্রকাশিত: ০৪:৪৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

কলকাতায় নব নির্মিত শহীদ মিনার উদ্বোধন

সংস্কৃতি ডেস্ক ॥ বাঙালীর গর্ব, বাংলাদেশের গর্ব ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারতের কলকাতায় উদ্বোধন হলো শহীদ মিনার। বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের নক্সায় ১৫ ফুট উঁচু এই শহীদ মিনারটি নির্মিত হয় উত্তর কলকাতার বিটি রোডে। সর্বভারতীয় বাংলাভাষা মঞ্চসহ তিনটি সংগঠনের উদ্যোগে যৌথভাবে নির্মিত এই শহীদ মিনারের উদ্বোধন করেন প্রবীণ সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি, লেখক, গবেষক গোলাম কুদ্দুছ। বিশেষ অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু, লোকসভার সদস্য সৌগত রায়, বিধানসভার ডেপুটি চীফ হুইপ তাপস রায়, শিলচরের ভাষা শহীদ স্মারক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ রাজীব কর। বিপুলসংখ্যক কবি, লেখক, সংস্কৃতিকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে এক আবেগময় পরিস্থিতি সৃষ্টি হয়। শুরুতে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি পরিবেশন করে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা । এরপর অতিথিরা শহীদ বেদিতে পুস্পার্ঘ অর্পণ করেন। ফুলে ফুলে ভরে ওঠে নবনির্মিত শহীদ মিনার চত্ব¡রটি। প্রধান অতিথির বক্তব্যে গোলাম কুদ্দুছ ভাষা শহীদদের স্মরণে কলকাতায় শহীদ মিনার নির্মাণ করায় উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলা ভাষা ও সংস্কৃতির লালন এবং বিকাশে এই শহীদ মিনার প্রেরণাদায়ী শক্তি হিসেবে কাজ করবে। তিনি পশ্চিমবঙ্গের বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানে অনুরূপ শহীদ মিনার নির্মাণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
×