ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জয়ললিতার জরিমানা মেটাবেন ভাইপো

প্রকাশিত: ০৪:৪৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

জয়ললিতার জরিমানা মেটাবেন ভাইপো

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন প্রয়াত এডিএমকে জয়ললিতা। তাকে ১০০ কোটি রুপী জরিমানা করেছে সুপীমকোর্ট। ঋণ নিয়ে সে অর্থ মিটিয়ে দেবেন বলে জানালেন জয়ললিতার ভাইপো দীপক জয়কুমার। শুক্রবার তিনি যা বলেছেন তাতে শশিকলা শিবিরের অস্বস্তি বাড়বে। জেলে যাওয়ার আগে টিটিভি দিনাকরণকে এডিএমকের সহ-সাধারণ সম্পাদক নিয়োগ করেন শশিকলা। দীপক বলেন, এ পদে একেবারেই যোগ্য নন তিনি। বরং দলের অন্তর্কলহ মেটাতে পনিরসেলভামকেই এ দায়িত্ব দেয়া যেত। শুধু তাই নয়, দলবিরোধী কাজের অভিযোগে শশিকলা গোষ্ঠী যাদের তাড়িয়েছে সেই ই মধুসূদন, সি পোন্নাইয়নকেও দলে ফেরানোর দাবি করেছেন তিনি। শশির বিরুদ্ধে এডিএমকেতে পরিবারতন্ত্র কায়েমের অভিযোগ তুলেছেন দীপক। বলেছেন, জয়ললিতা নিজে এর বিরোধী ছিলেন। শশির পরিবার কিভাবে এডিএমকের সব পদে ফিরে এলো ইে প্রশ্ন তুলেছেন দীপক। -আজকাল
×