ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের বিরুদ্ধে ছায়াযুদ্ধে কাবুলকে ব্যবহার করা হচ্ছে

প্রকাশিত: ০৪:৪৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

পাকিস্তানের বিরুদ্ধে  ছায়াযুদ্ধে কাবুলকে  ব্যবহার করা হচ্ছে

পাকিস্তানের বিরুদ্ধে ছায়াযুদ্ধে আফগানিস্তানকে ব্যবহার করা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এই অভিযোগ করেছেন। লাহোরে ১১ দিনের মধ্যে দ্বিতীয় দফা সন্ত্রাসী হামলা চালানোর কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেন, দেশের বাইরে চালানোর জন্য আফগান জাতিকে ব্যবহার করছে। আঙ্কারায় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নওয়াজ দাবি করেন কিছু মহল পাকিস্তানের অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়ে দেশটিতে বর্তমান একটার পর একটা চেষ্টা সহিংসতার বিস্তার ঘটাচ্ছে। তিনি তিনদিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কে যান। ২২ ফেব্রুয়ারি থেকে এই সফর শুরু হয়। নওয়াজ বলেন, পাকিস্তান মনে করে তাদের নিজেদের স্বার্থেই আফগানিস্তানে স্থিতিশীলতা থাকা প্রয়োজন। ইসলামাবাদ প্রতিবেশী দেশটিতে স্থিতিশীলতা উন্নয়নে সব ধরনের পদক্ষেপ গ্রহণের পক্ষে। পাক প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের সমৃদ্ধি যারা দেখতে পারে না আমরা তাদের ছয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তাদের পরাজিত করব। তিনি আরও বলেন, পাকিস্তানে সন্ত্রাসী কর্মকা-ের পেছনে বিদেশী হাত থাকার কথা উড়িয়ে দেয়া যায় না। পাক প্রধানমন্ত্রী দফায় দফায় সন্ত্রাসী হামলার কারণে হতোদ্যম না হওয়ায় ২৭ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য লাভের সংকল্প ব্যক্ত করেন। নওয়াজ আস্থা প্রকাশ করেন, পাকিস্তান সুপার লীগ ফাইনাল এবং অর্থনৈতিক সহযোগিতা ব্যবস্থা (ইসিও) বিষয় শীর্ষ সম্মেলন নির্ধারিত সময়সূচী অনুযায়ী পাকিস্তানেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সরকার দুই বছর আগে সূচিত ‘হার্ব ট-আজব’ অভিযানের কারণে ইতিবাচক ফল পাওয়া গেছে। ‘রাদ-উল ফাসাদ’ নামে সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযান সম্পর্কে নওয়াজ বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে এই অভিযানের সিদ্ধান্ত নেয়া হয়। পাক প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের শত্রুরা দেশটির স্থিতিশীল অর্থনীতি দেখে ভয় পেয়ে গেছে। পাকিস্তান তাদের বিদ্যুত সঙ্কটের সমাধান করে ফেলেছে এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর হচ্ছেÑ এসব শত্রুরা সহ্য করতে পারছে না। তিনি বলেন, অগ্রগতির ধারা ব্যাহত না হলে দেশ সমৃদ্ধির লক্ষ্যে পৌঁছতে পারত। ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে এক প্রশ্নের উত্তরে নওয়াজ বলেন, পাকিস্তান ভারতসহ সকল প্রতিবেশী দেশের কথাগুলো প্রতিষ্ঠাতা করতে চায়। তিনি বলেন, আমাদের সুসম্পর্ক বজায় রাখা উচিত এবং পরস্পরের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে জড়িত থাকা উচিত নয়। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তুরস্কের প্রধানমন্ত্রী সিনামি ইলদ্রিম স্বচ্ছ দেশে সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। সূত্রঃ এক্সপ্রেস ট্রিবিউন
×